আগামীকাল ৮ মার্চ মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের। আর এবারের ডিপিএল মাতাতে আসছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল সিলভা। এবারের ডিপিএলে আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন তিনি।
শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল সিলভাকে দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারটি নিশ্চিত করেছে আবাহনী কর্তৃপক্ষ। দলে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। দলে আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এছাড়াও আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হাসান শান্ত, সৌম্য সরকার, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুনদের মতো তারকারা।
আবাহনী লিমিটেডঃ সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, কুশল সিলভা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন