শিরোনাম

প্রচ্ছদ /   চোট পেয়েছে তামিম ২য় টেস্টে ওপেনিং এ খেলবে কে

চোট পেয়েছে তামিম ২য় টেস্টে ওপেনিং এ খেলবে কে

Avatar

বুধবার, মার্চ ৬, ২০১৯

প্রিন্ট করুন

ওয়েলিংটন টেস্টের আগে অনুশীলনের সময় হালকা ব্যথা অনুভব করেছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। তবে সেটা গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন দলের হেড কোচ স্টিভ রোডস।বুধবার অনুশীলনে বেশী সময় কাটান নি তামিম। ব্যাটিং করেছেন হাতে গোনা কয়েক ওভার। তবে দ্বিতীয় টেস্ট খেলার জন্য মুশফিকের শঙ্কা থাকলেও বাকি সবার সাথে তামিমও ম্যাচ খেলার জন্য ফিট আছেন। রোডসের ভাষায়,

‘আজকে তামিম হালকা অনুশীলন করেছে। কিছু ব্যথা আছে। তবে সেটা গুরুতর কিছু নয়। বেশ কিছু ওভার ব্যাটিং করেছে। তবে সে ভালো আছে।প্রথম টেস্টে সে অনেক ওভার ব্যাটিং করেছে আর দুইশ রানও করেছে। সে ঠিক আছে।’

এদিকে দ্বিতীয় টেস্টের একাদশ কেমন হবে সেটা নিয়ে এখনও কোন আলোচনা হয় নি। বৃহস্পতিবার ম্যাচের আগের দিন চূড়ান্ত অনুশীলন শেষে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান রোডস।‘এমনটা হয় মাঝে মাঝে। নিউজিল্যান্ডে আমরা মোটেও আদর্শ পরিস্থিতিতে নেই। তবে প্রথম ম্যাচে সৌম্যকে ভালো করতে দেখে ভালো লেগেছে।

যদিও সে আমাদের ব্যাকআপ ব্যাটসম্যান ছিলো লিটনের সঙ্গে। দেখা যাক আগামীকাল (বৃহস্পতিবার) অনুশীলন শেষে সিদ্ধান্ত কেমন দাঁড়ায়।’

৮ মার্চ বৃহস্পতিবার ভোর ৪টায় ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিমধ্যে প্রথম টেস্ট হেরে ১-০ তে পিছিয়ে আছে টাইগাররা।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত মুশফিকুর রহিমের। প্রথম টেস্ট হ্যামিল্টনে পাজরের ব্যথার জন্য মাঠে নামতে পারেন নি মুশফিক। পাজরের ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠেন নি তিনি। শেষ টেস্টের আগে তার মাঠে ফেরাটাই এখন অনিশ্চিত হয়ে গেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন চোট পান মুশফিক। যদিও এটি তার পুরনো ইনজুরি। গেল বছর এশিয়া কাপ খেলার সময় পাজরে এই চোট পেয়েছিলেন তিনি।

কিন্তু বুধবারের অনুশীলন শেষে টাইগার কোচ স্টিভ রোডসের ভাষ্য মতে দ্বিতীয় ম্যাচেও মুশফিকের ফেরার সম্ভাবনা খুবই কম। ওয়েলিংটনে মুশফিক খেলবেন এমন আশাবাদ তো দূরে, বরং অনিশ্চিয়তার কথাই জানিয়েছেন রোডস।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টাইগারদের অনুশীলন শেষে মুশফিকের ব্যাপারে জানাতে গিয়ে রোডস বলেন, ‘ইনজুরিতে পড়ার পর আজকেই প্রথমবারের মতো ব্যাট হাতে নিল মুশফিক। আমরা টেনিস বল, রাবার বল এবং ক্রিকেট বল দিয়ে চেষ্টা করেছি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন