শিরোনাম

প্রচ্ছদ /   পরশু মাঠে নামার আগেই যে বিশাল সুখবর পেল টাইগাররা

পরশু মাঠে নামার আগেই যে বিশাল সুখবর পেল টাইগাররা

Avatar

বুধবার, মার্চ ৬, ২০১৯

প্রিন্ট করুন

নিউজিল্যান্ড সফরে দলে সাথে নেই টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্টেও সাকিবের ফেরার সম্ভাবনা নেই। অন্যদিকে, পাঁজরের ব্যথার কারণে হ্যামিল্টন টেস্টে নামতে পারেননি দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহীমও। তবে মুশফিকের বিষয়ে সুখবর শোনালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।সোমবার (৪ মার্চ) ডিপিএল টি-টুয়েন্টি টুর্নামেন্টে ফাইনাল শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

বিসিবি সভাপতি বলেছেন, ‘মুশফিকের সঙ্গে আমার আজও (সোমবার) কথা হয়েছে। ও আজ জিমে গেছে, অনুশীলন করছে। ও আমাকে বলেছে খুব ভাল ফিল করছে। ও বলেছে দ্বিতীয় টেস্ট খেলবে।’

তিনি বলেন, ‘আমি বলেছি কোন ঝুঁকি নেবে না। একটু যদি সমস্যা থাকে তাহলেও তুমি খেলবে না। যদি ফিজিও বলে সম্পূর্ণ ঠিক আছ তাহলে তুমি খেল। ও বলেছে আমি তো খেলতেই চাচ্ছি।’

দলে কোচও এ বিষয়ে বলেন, ‘ব্যাক টু ব্যাক টেস্ট খেলা তার জন্য কঠিন। টেস্ট ম্যাচে তাকে মানসিকভাবে চাঙা রাখতে হয়। পরের ম্যাচে তার ফেরার সব সুযোগই আছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন