ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টির ফাইনালে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ইমতিয়াজ হোসেনের দারুণ এক অর্ধশতকে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানের মাঝারি পুঁজি পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই মাঝারি লক্ষ্যে জবাবে ব্যাট করছে প্রাইম দোলেশ্বর।
দোলেশ্বরের সাবধানী শুরুঃ মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ আরাফাত সাবধানী শুরু এনে দেন দলটিকে।
প্রথম ইনিংস বিবরণঃ এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে নেমে দেখে শুনে শুরু করেন শেষ জামালের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও ফারদিন হোসেন। এই দুজনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় দলটি।
ইমতিয়াজ ও ফারদিনের ব্যাটেই ৫.৫ ওভারে দলীয় অর্ধশতক পূরণ হয় শেখ জামালের। ১৮ রান করা ফারদিন মানিককে উড়িয়ে মারতে গিয়ে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।৪ রান করা হাসানুজ্জামানকে আউট করেছেন এনামুল হক জুনিয়র। এরপর মাত্র ৫ রান করে সৈকত আলীর বলে সীমানার কাছে আরাফাত সানীর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন নাসির।
অন্য প্রান্তে ব্যাটসম্যানদের আসা যাওয়া থাকলেও একপ্রান্ত আগলে রেখে খেলে ইমতিয়াজ মাত্র ৪০ বলে অর্ধশতক তুলে নিয়েছেন। ইমতিয়াজ ৪৪ বলে ৫৬ রান করে আরাফাত সানির বলে বোল্ড হয়ে আউট হয়েছেন।
এর পরপরই ২ রান করা জিয়াউর রহমান ফরহাদ রেজার বলে ফরহাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। শেষ দিকে তানবির হায়দার ৩১ রানের দারুণ এক কার্যকর ইনিংস খেলে ফরহাদ রেজার বলে মাহমদুলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন।
পরপরই ৩৩ রান করে আউট হয়েছেন নুরুল হাসান। এরপর ইলিয়াস সানি ও শহিদুল মিলে দলকে নির্ধারিত ২০ ওভারে লড়াইয়ের পুঁজি এনে দেন। সানি ৪ ও শহিদুল ০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
শেখ জামাল ধানমন্ডি ক্লাবঃ ১৫৭/৭ (২০ ওভার)
(ইমতিয়াজ ৫৬ সোহান ৩৩, তানবির ৩১; এনামুল ১/৩০, ফরহাদ রেজা ৩/৩২)
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ ১৩৩/৮ (২০ ওভার) (রেজা ৪৫ ) ২৪ রানে জয় পেল শেখ জামাল।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবঃ
নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ
তাইবুর রহমান পারভেজ, সাইফ হাসান, মোহাম্মদ সৈকত আলি, মোহাম্মদ মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ রাহি, মোহাম্মদ জসিমউদ্দিন, এনামুল হক জুনিয়র, মোহাম্মদ ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র, ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন