শিরোনাম

প্রচ্ছদ /   ২য় টেস্টে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

২য় টেস্টে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

Avatar

সোমবার, মার্চ ৪, ২০১৯

প্রিন্ট করুন

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে টেস্ট সিরিজেও ভালোমতো শুরু করতে পারেনি বাংলাদেশ দল। ১ম ম্যাচেই বাংলাদেশ দল হেরেছে ইনিংস এবং ৫২ রানের ব্যবধানে। আর এই ম্যাচেই দারুণ ফ্লপ ছিলেন মিঠুন এবং লিটন।বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে। ম্যাচে ইনিংস ও ৫২ রানের ব্যবধানে হেরেছে টাইগাররা।

এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২৩৪ রান করেছিল বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৭১৫ রান করে জয়ের পথ তৈরি করে ফেলে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ লড়াই করলেও হার এড়াতে পারেনি।

তবে দ্বিতীয় টেস্টের আগে নিউজিল্যান্ড বাংলাদেশকে নিয়ে একটু বেশিই সতর্ক হতে পারে। কেননা, এই ম্যাচে বাংলাদেশ দল থেকে অন্তত একজন অফ ফর্মে থাকা ব্যাটসম্যান বাদ হবে এবং সেখানে আসবে ইনফর্ম মুশফিক। একই সাথে একজন অফ ফর্মে থাকা পেসার বাদ হয়ে আসবেন কাটার মাষ্টার মুস্তাফিজ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন