শিরোনাম

প্রচ্ছদ /   আজকের ডিপিএলের ফাইনাল ম্যাচটি ফেসবুক ও ইউটিউবে দেখবেন যেভাবে

আজকের ডিপিএলের ফাইনাল ম্যাচটি ফেসবুক ও ইউটিউবে দেখবেন যেভাবে

Avatar

সোমবার, মার্চ ৪, ২০১৯

প্রিন্ট করুন

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা ডিপিএলের টি-টোয়েন্টি সংস্করণের ফাইনাল ম্যাচে সোমবার (৪ মার্চ) মাঠে নামছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

এই ম্যাচকে ঘিরে দুই দলই সেরে নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর আগে ডিপিএলের ওয়ানডে সংস্করণে একটি করে ফাইনাল খেলার অভিজ্ঞতা থাকলেও দুই দলেরই কেউই এখনও পায়নি শিরোপার দেখা। এবারের ফাইনাল তাই নতুন কোনো দলকে পাবে ‘চ্যাম্পিয়ন’ হিসেবে।

ফাইনালের পথে শেখ জামাল প্রথম সেমিফাইনালে পরাজিত করে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। ঐ ম্যাচে ৫ উইকেটের জয় দলটির ফাইনাল নিশ্চিত করে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন দলটির। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে প্রাইম দোলেশ্বর পরাজিত করে প্রাইম ব্যাংককে। ঐ ম্যাচে ৬ উইকেটের জয় পায় গ্রুপ ‘ডি’ থেকে কোনোমতে সেমিফাইনাল নিশ্চিত করা দলটি।

ফাইনাল ম্যাচে দুই দলই মাঠে নামবে বেশ কজন তারকা ক্রিকেটারকে মাঠে নিয়ে। শেখ জামালকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। অন্যদিকে প্রাইম দোলেশ্বর নামবে ফর্মে থাকা অলরাউন্ডার ফরহাদ রেজার নেতৃত্বে।

দুই দলের মধ্যকার জমজমাট এই ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টেলিভিশন (জিটিভি)। টেলিভিশন পর্দার পাশাপাশি ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে গাজী টেলিভিশনের ইউটিউব চ্যানেলেও।

ইউটিউব লিংক

একনজরে ফাইনালের মহারণে দুই দলের সম্ভাব্য একাদশ-

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ইমতিয়াজ হোসেন, ফারদিন হাসান, হাসানুজ্জামান, নাসির হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানবীর হায়দার, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, শাহিদুল ইসলাম, এনামুল হক ও সালাউদ্দিন শাকিল।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: সাইফ হাসান, মোহাম্মদ আরাফাত, ফরহাদ হোসেন, মার্শাল আইয়ুব, ফরহাদ রেজা (অধিনায়ক), সৈকত আলী, মাহমুদুল হাসান, আসলাম হোসেন (উইকেটরক্ষক), মানিক খান, আরাফাত সানি ও এনামুল হক জুনিয়র।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন