হ্যামিল্টন টেস্টে তামিম ইকবালের দুই ইনিংসের চওড়া ব্যাট আর দ্বিতীয় ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের দৃঢ়তা বাদ দিলে মনে রাখার মত কিছু নেই। ওয়ানডে সিরিজের তিন ম্যাচের মত টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও শোচনীয় হারে দল রয়েছে অস্বস্তিতে। তবুও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ইতিবাচকতা খুঁজে নিচ্ছেন তামিম ও সৌম্যর ব্যাটিং থেকেই।
রিয়াদের কাছে ‘ইতিবাচকতা’ তামিম-সৌম্যর ব্যাটিং,সেই ‘ইতিবাচকতা’য় যুক্ত হতে পারে রিয়াদের শতকের ইনিংসটিও। তবে অধিনায়ক নিজেকে একপাশে রেখে স্তুতি গেয়ে গেলেন তামিম ও সৌম্যরই।
সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন-
‘এই টেস্ট থেকে আমরা ব্যাটসম্যানদের জন্য ইতিবাচক বেশ কিছু দিক নিতে পেরেছি। তামিম অনেক ভালো ব্যাট করেছে, সৌম্যও ভালো করেছে।’
ম্যাচের দ্বিতীয় ইনিংসেও প্রথম ইনিংসের মত দ্রুত উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ১২৬ রানে ৪ উইকেট হারিয়েও দল ৪২৯ রান পর্যন্ত ইনিংসকে টেনে নিয়ে যেতে পেরেছে রিয়াদ-সৌম্যর জুটির উপর ভর করেই। সৌম্যর সাবলীল ব্যাটিংয়ের প্রশংসা করে রিয়াদ বলেন, ‘ঐ সময়টাতে সৌম্যর ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। সে খুব সাবলীলভাবে ব্যাটিং করছিল। তার সুযোগগুলো সে কাজে লাগাচ্ছিল। একজন বোলার ভালো বাউন্স দিচ্ছে বা ভালো লাইন-লেন্থে বল করছে। একই সময় আপনি ধরেন ওভারে বাউন্ডারি হাঁকিয়ে চার-পাঁচ রান তুলছেন- তখন এটি বোলারের জন্য হতাশার। ঐ কাজটাই সৌম্য খুব ভালো করছিল।’
ওয়ানডে মেজাজে খেলে পঞ্চম উইকেটে রিয়াদ ও সৌম্যর গড়া ২৩৫ রানের জুটি প্রসঙ্গে অধিনায়কের ভাষ্য, ‘আমাদের ব্যাটিং পার্টনারশিপটা ভালোই যাচ্ছিল। তবে আমার মনে হয় আমাদের প্রথম ইনিংসটা আমরা সুযোগ হারিয়েছি। প্রথম ইনিংসে আরেকজন যদি কেউ ইনিংস বড় করতে পারতো, তবে এখন হয়তো গল্পটা অন্যরকম হতো। তবে আশা করি ব্যাটসম্যানদের জন্য আমরা পজিটিভ কিছু নিয়ে যেতে পারছি দ্বিতীয় টেস্টে।’
আবারও সেই ‘ইতিবাচকতা’র খোঁজে থাকা রিয়াদ প্রশংসা করলেন সতীর্থ তামিম ইকবালেরও, যিনি প্রথম ইনিংসে শতক হাঁকিয়ে দ্বিতীয় ইনিংসেও শতকের আভাস দিচ্ছিলেন। রিয়াদ বলেন, ‘তামিম খুব ভালো ব্যাটিং করেছে। আমার মনে হয় আমাদের দলে তামিম সবচেয়ে ভালো পুল-হুক খেলে। ও ঐ সময়টাতে সার্ভাইভ করে… আমার খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি নিজে এমনটা করতে পারি কিনা।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন