শিরোনাম

প্রচ্ছদ /   ম্যাচ হেরে সরাসরি যাকে দোষারোপ করলেন অধিনায়ক মাহমুদুল্লাহ

ম্যাচ হেরে সরাসরি যাকে দোষারোপ করলেন অধিনায়ক মাহমুদুল্লাহ

Avatar

রবিবার, মার্চ ৩, ২০১৯

প্রিন্ট করুন

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস এবং ৫২ রানের ব্যবধানে পরাজিত হওয়ার পর নিজেদেরকেই দোষারোপ করেছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সুযোগ হেলায় হারানোর আক্ষেপ ফুটেছে তাঁর কণ্ঠে।

সেডন পার্কের উইকেট ব্যাটিংয়ের জন্য যে যথেষ্ট ভালো ছিলো সেটি এই ম্যাচের রান সংখ্যা দেখলেই বোঝা যায়। প্রথম ইনিংসে ভরাডুবির পর দ্বিতীয় ইনিংসে ৪২৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। তাই উইকেট নিয়ে কোনও অভিযোগ থাকছে না রিয়াদের। ১৪৬ রানের দারুণ ইনিংস খেলা অধিনায়ক বলেছেন,

‘উইকেট অসাধারণ ছিলো ব্যাটিংয়ের জন্য এবং আমরা আমাদের সুযোগ হাতছাড়া করেছি। এটি ছিলো আমাদের জন্য সবথেকে দামি সুযোগ। আমরা যদি প্রথম ইনিংসে ভালো করতে করতাম তাহলে হয়তো ভালো কিছু হতো।’

এই ম্যাচে বাংলাদেশের বোলারদের একেবারেই দাঁড়াতে দেননি কিউই ব্যাটসম্যানেরা। ওভার প্রতি ৫ রান করে খরচ করেছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। বাকিরাও ছিলেন যথেষ্ট নিস্প্রভ। তবে মাহমুদুল্লাহ এই বিষয়টিকে বোলারদের জন্য শিক্ষা হিসেবেই দেখতে চান। তাঁর ভাষ্যমতে,

‘এটি আমাদের বোলারদের জন্য শিক্ষার বিষয়। তবে তাঁদের সাহস রয়েছে যথেষ্ট। আমাদের শুধুমাত্র সঠিক জায়গায় বল ফেলার প্রয়োজন ছিলো। তাঁরা (কিউইরা) আসলেই ভালো জায়গায় বল করেছে, কিন্তু আমাদের ব্যাটিংয়ে মানিয়ে নিতে হতো। তবে আপনি যদি পরাজিত দলের কাতারে থাকেন তাহলে কোনও সুবিধা পাবেন না।’

সংক্ষিপ্ত স্কোরঃ

নিউজিল্যান্ডঃ ৭১৫/৬ (১৬৩ ওভার) (প্রথম ইনিংস) (উইলিয়ামসন- ২০০*, লাথাম- ১৬১; মিরাজ- ২/১৯০, সৌম্য- ২/৩১)

বাংলাদেশঃ ২৭৪/১০ (৬০ ওভার) (প্রথম ইনিংস) (তামিম- ১২৬; ওয়েগনার- ৫/৪৭, সাউদি- ৩/৭৬)

বাংলাদেশঃ ৪২৯/১০ (১০৩ ওভার) (দ্বিতীয় ইনিংস) (সৌম্য-১৪৯, মাহমুদুল্লাহ- ১৪৬; বোল্ট- ৫/১২৩, ওয়েগনার- ২/১০৪)

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন