শিরোনাম

প্রচ্ছদ /   নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস খেলে মাঠ ছাড়লেন মাহমুদুল্লাহ

নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস খেলে মাঠ ছাড়লেন মাহমুদুল্লাহ

Avatar

রবিবার, মার্চ ৩, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে ইনিংস ও ৫২ রানে হেরেছে টাইগাররা।

আগের দিন ৪ উইকেটে ১৭৪ রান নিয়ে আজ চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে বেশ লড়াই করে বাংলাদেশ। একটা সময় বাংলাদেশ লিড নেয়ারও স্বপ্ন দেখাচ্ছিল ভক্তদের। সৌম্য এবং রিয়াদের এই জুটি স্বাগতিকদের মাথা ব্যথা হয়ে উঠেছিল।

তবে দলীয় ৩৬১ রানের মাথায় ব্যক্তিগত ১৪৯ রান করে সৌম্য আউট হলেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। আগের মতই ব্যর্থ হন লিটন, মিরাজরা। শেষ দিকের ব্যাটসম্যানদের থেকে কোন সহায়তা না পেয়ে রিয়াদের লড়াইটাও থাকে ১৪৬ রানেই। বাংলাদেশ অল আউট হয় ৪২৯ রানে।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৭১৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল নিউজিরল্যান্ড। ডাবল সেঞ্চুরি করেছিলেন উইলিয়ামসন। সেঞ্চুরি করেছিলেন লাথাম ও রাভাল। আর প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৩৪ রান।

আবারও বোল্টের আঘাতঃ দলীয় ৪১৩ রানের মাথায় আবু জায়েদ রাহির স্ট্যাম্প উড়িয়ে দিয়ে নিজের পঞ্চম উইকেট তুলে নেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। ফলে দ্রুত অষ্টম উইকেট হারিয়ে বিপদে পড়েছে টাইগাররা। তবে ক্রিজে এখনও টিকে আছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪১৫ রান।

চারশ রানের কোটায় বাংলাদেশঃ দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলার পরও বাংলাদেশের আশার প্রদীপ হয়ে এখনও টিকে রয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ইতিমধ্যে দারুণ একটি সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ৪০০ রানের কোটা পার করান তিনি।

 আউট মাহমুদুল্লাহঃ নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস্টি খেললেন আজকে মাহমুদুল্লাহ, ১৪৬ রানের মাথায় টিম সাউদির বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন মাহমুল্লাহ।

বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম, এবাদত হোসেন।

নিউজিল্যান্ড একাদশঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, জিত রা‍ভাল, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন