শিরোনাম

প্রচ্ছদ /   শেষ হলো বাংলাদেশের চতুর্থ দিনের খেলা দেখেনিন ম্যাচের ফলাফল

শেষ হলো বাংলাদেশের চতুর্থ দিনের খেলা দেখেনিন ম্যাচের ফলাফল

Avatar

রবিবার, মার্চ ৩, ২০১৯

প্রিন্ট করুন

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ইনিংস পরাজয় এড়াতে আজ চতুর্থ দিন ব্যাট করছে সফরকারী বাংলাদেশ। আগের দিন ৩৯ এবং ১৫ রানে অপরাজিত ছিলেন দুই টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদ।

আবারও বোল্টের আঘাতঃ দলীয় ৪১৩ রানের মাথায় আবু জায়েদ রাহির স্ট্যাম্প উড়িয়ে দিয়ে নিজের পঞ্চম উইকেট তুলে নেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। ফলে দ্রুত অষ্টম উইকেট হারিয়ে বিপদে পড়েছে টাইগাররা। তবে ক্রিজে এখনও টিকে আছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪১৫ রান।

চারশ রানের কোটায় বাংলাদেশঃ দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলার পরও বাংলাদেশের আশার প্রদীপ হয়ে এখনও টিকে রয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ইতিমধ্যে দারুণ একটি সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ৪০০ রানের কোটা পার করান তিনি।

 আউট মাহমুদুল্লাহঃ নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস্টি খেললেন আজকে মাহমুদুল্লাহ, ১৪৬ রানের মাথায় টিম সাউদির বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন মাহমুল্লাহ।

লিটনের পর মিরাজেরও বিদায়ঃ

৩৭৯ রানের মাথায় লিটন ফিরে গেলে দ্রুত আউট হতে হয়েছে মেহেদি হাসান মিরাজকেও। নিল ওয়েগনারের ৯১তম ওভারের প্রথম বলটি লং লেগ অঞ্চল দিয়ে উড়িয়ে মারতে গিয়েছিলেন মিরাজ। কিন্তু শেষ পর্যন্ত জিত রাভালের হাতে ধরা পড়ে ১ রানে বিদায় নিতে হয়েছে তাঁকে।

লিটনকে ফেরালেন বোল্টঃ

৯০ তম ওভারে বোলিংয়ে এসে আবারও টাইগার শিবিরে আঘাত হেনেছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। ওভারের তৃতীয় বলটিতে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান তিনি।

মাহমুদুল্লাহর চতুর্থ সেঞ্চুরিঃ

টিম সাউদির ৮৮তম ওভারের তৃতীয় বলটি লং লেগের ওপর দিয়ে সীমানা ছাড়া করেন টাইগার দলপতি মাহমুদুল্লাহ। আর এর মাধ্যমে নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন তিনি। হ্যামিল্টনের এই মাঠেই কিউইদের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন রিয়াদ।

জুটি ভাঙ্গলেন বোল্টঃ

৮৫ তম ওভারের পঞ্চম বলে দারুণ খেলতে থাকা সৌম্য সরকারকে সরাসরি বোল্ড করে কিউইদের পক্ষে ব্রেক থ্রু এনে দিয়েছেন পেসার ট্রেন্ট বোল্ট। এর ফলে মাহমুদুল্লাহর সাথে তাঁর ২৩৫ রানের জুটির পরিসমাপ্তি ঘটে। আর ১৪৯ রান নিয়ে সাজঘরে ফিরতে হয় বাঁহাতি এই ব্যাটসম্যানকে। সৌম্যর পর রিয়াদের সাথে ক্রিজে যোগ দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস।

সৌম্য, রিয়াদের দুইশ রানের জুটিঃ

লাঞ্চ বিরতির পর খেলতে নেমে দায়িত্বশীল ব্যাটিংয়ের ধারাবাহিকতা বজায় রাখেন সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদ। দারুণ ব্যাটিং করে ২০০ রানের জুটি গড়েন তাঁরা।

বাংলাদেশঃ ৪২৯/১০ (১০৩ ওভার) (দ্বিতীয় ইনিংস) (মাহমুদুল্লাহ-১৪৬, খালেদ-৪*; বোল্ট- ৫/১১৪, ওয়েগনার- ২/১০৪)

নিউজিল্যান্ডঃ ৭১৫/৬ (১৬৩ ওভার) (প্রথম ইনিংস) (উইলিয়ামসন- ২০০*, লাথাম- ১৬১; মিরাজ- ২/১৯০, সৌম্য- ২/৩১)

বাংলাদেশঃ ২৭৪/১০ (৬০ ওভার) (প্রথম ইনিংস) (তামিম- ১২৬; ওয়েগনার- ৫/৪৭, সাউদি- ৩/৭৬)

দ্রুততম সেঞ্চুরিতে সৌম্যঃ

ব্যাট হাতে রীতিমত ওয়ানডে মেজাজে খেলছেন সৌম্য সরকার। মাত্র ৯৪ বলে এরই মধ্যে নিজের অভিষেক টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। কিউই স্পিনার টড অ্যাস্টেলের ৫৮তম ওভারের চতুর্থ বলটি ডাউন দ্যা উইকেটে এসে উড়িয়ে মাঠের বাইরে ফেলেন সৌম্য। এর মাধ্যমে ৯০ এর ঘরে পৌঁছে গিয়েছিলেন এই বাঁহাতি।

এর পরে টিম সাউদির ওভারটিতেও যথারীতি আগ্রাসী ছিলেন সৌম্য। সাউদির করা ওভারের প্রথম বলে মিড অফ অঞ্চল দিয়ে ৪ হাঁকিয়ে ৯৯ রানে পৌঁছে যান তিনি। এরপর ষষ্ঠ বলটি পুল করে সীমানা ছাড়া করার মাধ্যমে সেঞ্চুরি তুলে নেন সৌম্য।

এরই সাথে দেশের বাইরে দ্রুততম সেঞ্চুরি হাঁকানো বাংলাদেশী ব্যাটসম্যানদের কাতারে উঠে এসেছেন তিনি। সৌম্যর সমান বল খেলে এর আগে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি রয়েছে ওপেনার তামিম ইকবালের। ২০১০ সালে ইংল্যান্ডর বিপক্ষে লর্ডসে এই ইনিংস খেলেন তিনি।

এদিকে সৌম্যর পাশাপাশি আরেক অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদও দারুণ খেলছেন। টেস্ট ক্যারিয়ারের ১৬তম হাফসেঞ্চুরি এরই মধ্যে তুলে নিয়েছেন তিনি।

আগ্রাসী ভঙ্গীতে খেলছেন সৌম্যঃ

ট্রেন্ট বোল্টের ৫২তম ওভারের প্রথম বলেই ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে হাঁকান দারুণ একটি ছয় হাঁকান সৌম্য সরকার। এর ঠিক এক বল পরেই মিড অন অঞ্চল দিয়ে চার হাঁকান তিনি। হাফসেঞ্চুরি তুলে নেয়ার পর বেশ আগ্রাসী ভঙ্গীতেই খেলছেন এই বাঁহাতি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন