শিরোনাম

প্রচ্ছদ /   টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে প্যাভিলিয়নে ফিরলেন সৌম্য

টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে প্যাভিলিয়নে ফিরলেন সৌম্য

Avatar

রবিবার, মার্চ ৩, ২০১৯

প্রিন্ট করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনে আজ ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছে গতকাল অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদ। শত রানের পার্টনারশিপ গড়ে তুলেছে এই দুই ব্যাটসম্যান। গতকাল ১৭৪ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করা বাংলাদেশ দল আজ শুরুতেই ওয়ানডে স্টাইলে সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। ৯৪ বলে ১২ টি চার এবং পাঁচটি ছক্কার সাহায্যে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন সৌম্য।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৪২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদ ১৪১ এবং সৌম্য সর্কার ১৪৯ রান করে আউট হয়েছেন।

শনিবার (০২ মার্চ) কিউইদের রানের পাহাড়ের জবাবে দুই ওপেনার তামিম ইকবাল ও শাদমান ইসলামের ব্যাটে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। কিন্তু বিনা উইকেটে ৮৮ রান তুলে ফেলা বাংলাদেশ হুট করেই পরবর্তী ২২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলে। শাদমান ইসলাম (৩৭) ছাড়া বাকি দুই ব্যাটসম্যান তথা মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন ক্রিজে থিতু হওয়ার আগেই বিদায় নেন।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তামিম ইকবালের ব্যাট দ্বিতীয় ইনিংসেও হেসেছে। ৬৪ বলে ফিফটি ছুঁয়ে একসময় টানা দ্বিতীয় সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন তিনি। কিন্তু টিম সাউদির লাফিয়ে উঠা এক বলে উইকেটরক্ষক ওয়াটলিংয়ের হাতে ক্যাচ তুলে দিলে শেষ হয় সেই সম্ভাবনা। তবে যাওয়ার আগে ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৮৬ বলে ১২টি বাউন্ডারি ও ১টি চক্কায় ৭৪ রানের ইনিংস খেলে যান তিনি।

তামিমের বিদায়ের পর হাল ধরেন সৌম্য সরকার ও ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সৌম্য ৩৯ রানে ও রিয়াদ ১৫ রানে অপরাজিত থেকে যখন মাঠে ছাড়েন দলের রান তখন ৪ উইকেট হারিয়ে ১৭৪।

এদিকে অধিনায়ক কেন উইলিয়ামসনের অনবদ্য ডাবল সেঞ্চুরির ইনিংসে ভর করে নিজেদের প্রথম ইনিংসে রেকর্ড ৭১৫ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে নিউজিল্যান্ড। রীতিমত রান উৎসব করেছে নিইউজিল্যান্ড। আগের দিনের ৪ উইকেটে ৪৫১ রানের সংগ্রহকে দ্বিতীয় সেশন পর্যন্ত ব্যাট করে ৭১৫ পর্যন্ত টেনে নিয়ে তবেই থামে তারা। এটি তাদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ। ২০০৯ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটে ৬০৯ রান ছিল তাদের আগের রেকর্ড।

চারশ রানের কোটায় বাংলাদেশঃ

দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলার পরও বাংলাদেশের আশার প্রদীপ হয়ে এখনও টিকে রয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ইতিমধ্যে দারুণ একটি সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ৪০০ রানের কোটা পার করিয়েছেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৪০৮ রান।

মাহমুদুল্লাহর চতুর্থ সেঞ্চুরিঃ

টিম সাউদির ৮৮তম ওভারের তৃতীয় বলটি লং লেগের ওপর দিয়ে সীমানা ছাড়া করেন টাইগার দলপতি মাহমুদুল্লাহ। আর এর মাধ্যমে নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন তিনি। হ্যামিল্টনের এই মাঠেই কিউইদের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন রিয়াদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন