শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশের খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তন করা উচিৎঃ সুনীল যোশি

বাংলাদেশের খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তন করা উচিৎঃ সুনীল যোশি

Avatar

শনিবার, মার্চ ২, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড দল। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে কিউইদের বিপক্ষে ৩০৭ রান পিছিয়ে আছে টাইগাররা। চতুর্থ দিনে ৬ উইকেট হারালেই ইনিংস পরাজয়ে পড়বে বাংলাদেশ।

দ্বিতীয় দিন বাংলাদেশের অনভিজ্ঞ বোলারদের উপর চাপ রেখে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। তবে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশি মনে করেন টাইগারদের টেস্ট খেলার মানসিকতা গড়ে তোলা বেশি প্রয়োজন।

তৃতীয় দিন শেষে যোশি বলেন, ‘আমাদের মানসিকতা পরিবর্তন করা উচিৎ। তারা (নিউজিল্যান্ড) ভাল ব্যাট করছে এবং আমাদের এটা মোকাবেলা করতে হবে। এধরনের কন্ডিশনে শেখা উচিৎ আমাদের, কিভাবে খেলতে হবে বিশেষ করে টেস্ট ম্যাচে। তার জন্য মানসিক ভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন।’

স্পিনারদের প্রসঙ্গে তিনি বলেন, ‘এধরনের কন্ডিশনে স্পিনারদের বল করাটা কঠিন। প্রতিনিয়ত শিখতে হয়। মিরাজ সারা বছরই পরিশ্রম করে। আশা করি ভাল করবে। আপনি হরভজন বলেন আর অনীল কুম্বলে বলেন সাবাইকেই কিন্তু সাফল্য পেতে যুদ্ধ করতে হয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন