শিরোনাম

প্রচ্ছদ /   তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাট্রিক হলো নাহ ফরহাদ রেজার

তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাট্রিক হলো নাহ ফরহাদ রেজার

Avatar

শুক্রবার, মার্চ ১, ২০১৯

প্রিন্ট করুন

পরপর ৩ বলে ৩টি উইকেট নিয়েছেন ফরহাদ রেজা। কিন্তু পরপর ৩টি উইকেট নিলেও একটি কারণেই হ্যাট ট্রিক হয়নি ফরহাদ রেজার। কেননা এর মাঝে একটি ওয়াইড দিয়েছিলেন তিনি।

যার কারণে আফসোসেই পুড়তে পারেন তিনি। ৯তম ওভারটি করছিলেন ফরহাদ রেজা। ওভারের চতুর্থ বলে মনির হোসেনকে সাইফ হাসানের ক্যাচ বানান ফরহাদ রেজা। পঞ্চম বলে আরাফাতের ক্যাচ অলক কাপালি।ষষ্ঠ বলে মোহর শেখের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করেছিলেন প্রাইম দোলেশ্বরের পেসার। খেয়ালই করেননি, পেছন দিক দিয়ে গিয়ে স্ট্যাম্প ভেঙে দিয়েছে তার ডেলিভারিটি।

পরে যখন বুঝলেন, তিন বলে তিন উইকেট হয়ে গেছে ফরহাদ রেজার। তবে কি ‘হ্যাটট্রিক’ হলো? না, হলো না। কিন্তু কেন? আসলে তিন বলে তিন উইকেট নিলেও মাঝে একটি বল ওয়াইড হয়েছিল এই মিডিয়াম পেসারের।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন