শিরোনাম

প্রচ্ছদ /   মাহমুদুল্লাহর জন্য আইসিসি থেকে উড়ে এল বিশাল সুখবর

মাহমুদুল্লাহর জন্য আইসিসি থেকে উড়ে এল বিশাল সুখবর

Avatar

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৮, ২০১৯

প্রিন্ট করুন

নিজ নিজ দলের সম্প্রতি শেষ হওয়া সিরিজে ভালো করার সুফল পেয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ও আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই।

আইসিসি টি-২০ র‍্যাংকিংয়ে দুই ক্রিকেটারেরই উল্লেখযোগ্য উত্থান ঘটেছে। নিজ নিজ দলের সম্প্রতি শেষ হওয়া সিরিজে ভালো করার সুফল পেয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ও আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই।

আইসিসি টি-২০ র‍্যাংকিংয়ে দুই ক্রিকেটারেরই উল্লেখযোগ্য উত্থান ঘটেছে। এই দুই ব্যাটসম্যান ছাড়াও উত্থান ঘটেছে ভারতের লোকেশ রাহুল, আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন ও অস্ট্রেলিয়ার উসমান খাজার।এদিকে দলীয়ভাবে উত্থান ঘটেছে অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে টপকে বর্তমানে র‍্যাংকিংয়ের তৃতীয় স্থানে অবস্থান করছে ভারতের মাটিতে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা অজিরা।

ভারতের বিপক্ষে ভালো করার সুবাদে পঞ্চম স্থান থেকে ব্যাটসম্যানদের তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন ম্যাক্সওয়েল। অন্যদিকে বড় লাফ দিয়েছেন জাজাই।৩১ ধাপ এগিয়ে বর্তমানে তালিকার সপ্তম স্থানে রয়েছেন সর্বশেষ বিপিএল মাতিয়ে যাওয়া এই আফগান। অস্ট্রেলিয়ার হয়ে ডি’আর্কি শর্ট এসেছেন ব্যাটসম্যানদের তালিকার আটে।

বোলারদের মধ্যে নাথান কোল্টার নাইল চার ধাপ এগিয়ে ৪৫তম অবস্থানে অবস্থান করছেন। ভারতের লোকেশ রাহুল চার ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। দুই ধাপ এগিয়ে ১৭তম অবস্থানে দলটির ক্রিকেটার বিরাট কোহলি।

সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সাত ধাপ উত্থানে ৫৬তম স্থানে রয়েছেন। বোলারদের মধ্যে পেসার জাসপ্রিত বুমরাহ ১২ ধাপ এগিয়ে ১৫তম স্থানে এবং স্পিনার ক্রুনাল পান্ডিয়া ১৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৩তম স্থানে অবস্থান করছেন।

এছাড়া আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে আরও উত্থান ঘটেছে মোহাম্মদ নবী (১২ ধাপ উত্থানে ব্যাটসম্যানদের তালিকার ৩০-এ), উসমান ঘানি (ব্যাটসম্যানদের তালিকার ২৫ ধাপ উত্থানে ৭৯তম স্থানে) এবং মুজিব উর রহমানের (দুই ধাপ উত্থানে বোলারদের তালিকার ৪০তম স্থানে।

একনজরে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচ-

দল: ১. পাকিস্তান, ২. ভারত, ৩. অস্ট্রেলিয়া, ৪. দক্ষিণ আফ্রিকা, ৫. ইংল্যান্ড

ব্যাটসম্যান: ১. বাবর আজম, ২. কলিন মুনরো, ৩., গ্লেন ম্যাক্সওয়েল, ৪. অ্যারন ফিঞ্চ, ৫. এভিন লুইস

বোলার: ১. রশিদ খান, ২. শাদাব খান, ৩. ইমাদ ওয়াসিম, ৪. কূলদ্বীপ যাদব, ৫. আদিল রশিদ

অলরাউন্ডার: ১. গ্লেন ম্যাক্সওয়েল, ২. সাকিব আল হাসান, ৩. মোহাম্মদ নবী, ৪. মাহমুদউল্লাহ রিয়াদ, ৫. রিচি বেরিংটন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন