নড়াইল ২ (নড়াইল-লোহাগড়া) আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) লোহাগড়া উপজেলার মধুমতি নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।
লোহাগড়া পৌর কাউন্সিলর মো. আনিসুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এমপি মাশরাফি কোটাকোল ইউনিয়নের ঘাঘা ও মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটাসহ নদী ভাঙনকবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি নদীভাঙন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।-কালের কণ্ঠ অনলাইন
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন