চলতি বছরের মে মাসে পর্দা উঠতে যাচ্ছে ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের। আগামী ৩০ মে ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ইংল্যান্ড বিশ্বকাপের। আর আসন্ন এই বিশ্বকাপে নিজের ফেভারিট দলের নাম জানালেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স।
নিজের পছন্দের দলের তালিকায় তিনি ভারত-পাকিস্তানকেই এগিয়ে রাখছেন। ভারত-পাকিস্তান শিরোপা জিততে পারেন বলেই মনে করছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে এটি বলা অনেক কষ্টসাধ্য যে কে জিতবে। কারণ সবাই কম-বেশি শক্তিশালী। এ যেমন পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ইংল্যান্ডের মাটিতে খেলা হবে। আবার মনে হতে পারে দক্ষিণ আফ্রিকার হাতেও যেতে পারে শিরোপা।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলতে। তবে আমার কাছে ভারত-পাকিস্তান এই দুই দলই শক্তিশালী।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন