শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশকে নিয়ে জয়সুরিয়ার কটূক্তি

বাংলাদেশকে নিয়ে জয়সুরিয়ার কটূক্তি

Avatar

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৮, ২০১৯

প্রিন্ট করুন

সম্প্রতি দুইবছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়ে গেলেন শ্রীলংকান তারকা সনাৎ জয়সুরিয়া।মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। নিষিদ্ধের কারণ হিসেবে অনেকে দুর্নীতিকে দায়ী করলেও তদন্তে আইসিসিকে অসহযোগিতা করার জন্যই মূলত নিষিদ্ধ করা হয়েছে তাঁকে।

এছাড়াও আরো বেশকিছু কারণও তাঁর এই শাস্তির পিছনে কাজ করেছিলো৷ ২০১১ সালের পর থেকে বারবার নানাধরনের বিতর্কে জড়িয়েছেন তিনি৷ এমনকি ঝামেলা করেছিলেন বাংলাদেশের সাথেও।

গত বছর নিদাহাস ট্রফিতে আয়োজক শ্রীলংকার সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রুপান্তরিত হয়েছিলো৷ শেষ মুহূর্তে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের এক পর্যায়ে উত্তেজনায় অধিনায়ক সাকিব আল হাসান দলকে মাঠ ছাড়ার নির্দেশও দিয়েছিলেন। শেষ পর্যন্ত বাংলাদেশের জয়ের সঙ্গে ভালোয় ভালোয় ম্যাচের নিষ্পত্তি ঘটলেও আবার প্রেমাদাসা স্টেডিয়ামে ড্রেসিং রুমের কাচ ভাঙার অভিযোগ ওঠে সাকিবদের বিপক্ষে।

এই ঘটনার পরিপেক্ষিতে বাংলাদেশ দলকে ‘তৃতীয় শ্রেণির দল’ বলে টুইট করেছিলেন জয়াসুরিয়া। যা তাঁর নিষিদ্ধ হবার একটি কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।এ ছাড়াও নিষেজ্ঞার জন্য উল্লেখযোগ্য আরো কিছু কারণ হচ্ছে – ছাত্রদের মারা, এক মৌসুমে দুইদলের সাথে চুক্তি করা, বিতর্কে জড়ানো এবং আইসিসিকে তথ্য দিয়ে সহায়তা না করা।

শ্রীলঙ্কার ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা ভোগ করবেন।প্রসঙ্গত, ২০১২ সালে খেলোয়াড় হিসেবে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোর পর দেশের রাজনীতিতে যোগ দেন জয়াসুরিয়া, একইসাথে ক্রিকেট বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনেও যুক্ত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন