শিরোনাম

প্রচ্ছদ /   আজ যে কারণে হাতে কালো কাপড় বেধে খেলতে নেমেছিলেন তামিম

আজ যে কারণে হাতে কালো কাপড় বেধে খেলতে নেমেছিলেন তামিম

Avatar

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৮, ২০১৯

প্রিন্ট করুন

চলে গেছেন স্বাধীন বাংলার ক্রিকেটের প্রধান কোচ আলতাফ হোসেন। আর এ শোক ছুঁয়ে গেছে হাজার মাইল দূরে নিউজিল্যান্ডের মাটিতে ব্যস্ত থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকেও। তাই আলতাফ হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে বাহুতে কালো ব্যাজ ধারণ করে খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।

কালো ব্যাজ পরার এ সিদ্ধান্তটি অনেকটা হুট করেই নেয়া বলা চলে। কেননা বুধবার দুপুরে যখন জানাজা হয় আলতাফ হোসেনের, তখনো নিশ্চিত ছিলো না এমন কিছু করতে যাচ্ছে বাংলাদেশ দল।

অনেকটা স্ব-উদ্যোগেই এটি করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক, দেশের ক্রিকেটের নিবেদিত প্রাণ এবং ক্রীড়া সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি। জানাজার নামাজ শেষ করে তিনি ফোন করেন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলটকে।

তখন তিনি পাইলটকে জানিয়ে দেন খুব বেশি সময় না থাকলেও ম্যাচ রেফারিকে বলে যেনো আলতাফ হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে কালো ব্যাজ ধারণ করে বাংলাদেশ দল। মূলত তার ঐ ফোন কলের পরই কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত পাকাপোক্ত হয়।

নিউজিল্যান্ডের বৈরি কন্ডিশনে ওপেনার তামিম ইকবালের ব্যাটে অবিশ্বাস্য সূচনা পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলের বাকি ব্যাটসম্যানরা। ভালো শুরুর পর ব্যাটিং বিপর্যয়ে ২৩৪ রানেই গুঁটিয়ে যায় সফরকারী বাংলাদেশ। এতে বেশ হতাশ তামিম সহ দলের সকলে।

ইনিংসের শুরুতেই উইকেট হারানো টাইগারদের অনেক বড় দুর্বলতা। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আগে ব্যাটিং পেয়ে দারুণ শুরু করেছিলেন তামিম এবং তরুণ সাদমান ইসলাম। ৫৭ রানে প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। দিনের প্রথম সেশন দুই উইকেটে ১২২ রান নিয়ে শেষ করেছিল বাংলাদেশ দল।

কিন্তু সেখান থেকে কোন মতে দ্বিতীয় সেশন শেষ করে টাইগাররা। তামিম ইকবালের আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নেয়া শতকে সাত উইকেটের বিনিময়ে ২১৭ রানে চা বিরতিতে গিয়েছিল সফরকারীরা। তৃতীয় সেশনের শুরুতেই অলআউট হয়ে যায় তারা। ১২৮ বলে ১২৬ রান সংগ্রহ করেছিলেন তামিম। দলের এমন ধ্বসে বেশ হতাশ তিনি, সাথে হতাশ দলের সাথে থাকা সকলেই। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তামিম বলেন,

‘সত্যি কথা বলতে, এই ধরনের কন্ডিশনে এমন সূচনা পাওয়া আমাদের জন্য স্বপ্নের ব্যাপার। সাধারণত প্রথম দিন, সবুজ উইকেট, যদি ২-৩টা উইকেট পড়ে যায় তারপরে, যেটা আমাদের সাথে অনেক ঘটেছে। কিন্তু এত সুন্দর সূচনা পাওয়ার পর পুরোটা কাজে লাগাতে না পারা, এটাই হতাশার। শুধু আমি একা নই, বাকি যারা আছে ড্রেসিং রুমে, তাঁরাও খুবই হতাশ।’

বাংলাদেশের ইনিংসের পর প্রথম দিন ২৮ ওভার ব্যাটিং করেছে স্বাগতিকরা। দুই ওপেনার জিত রাভাল এবং টম লাথামের ব্যাটিং নৈপুণ্যে বিনা উইকেটে ৮৬ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন