নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বিরুদ্ধ স্রোতে ব্যাটিং করে ১২৬ রানের ইনিংস খেলার পর প্রতিপক্ষ দলের পেসার নিল ওয়াগনারের প্রশংসায় সিক্ত হয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। মাত্র ৪৭ রানে ৫উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নামানো এই কিউই পেসার জানিয়েছেন তামিমের বিপক্ষে বেশ চাপের মুখেই ছিল তাঁর দলের সকল বোলাররা।
তামিমের মারমুখী ব্যাটিংয়ের সামনে নিজেদের পরিকল্পনা পাল্টাতে বাধ্য হয়েছিলো নিউজিল্যান্ড। টাইগার ওপেনারকে যত সম্ভব স্ট্রাইক থেকে দূরে রাখার পরিকল্পনা সাজিয়েছিল কিউরা। ছন্দে থাকা তামিমকে এক প্রান্তে রেখে বাকি ব্যাটসম্যানদের কুপোকাত করাই ছিল স্বাগতিকদের মূল লক্ষ্য।
পরিস্থিতি বুঝে পরিকল্পনায় পরিবর্তন এনে বেশ সফল কিউইরা, তা বাংলাদেশের ইনিংসে স্পষ্ট। একাই টাইগার মিডেল অর্ডারে ধস নামান কিউই এই পেসার প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে বলেছেন,
‘সে (তামিম) দুর্দান্ত কিছু শট খেলেছিলো কাভার এবং স্কয়ার অঞ্চল দিয়ে। সুতরাং আমরা আমাদের পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয়েছিলাম এবং তাঁকে ডট বল দিতে চেষ্টা করছিলাম কারণ সে অনেক দ্রুত রান করছিলো। সে আমাদের ওপর অনেক বেশি চাপ সৃষ্টি করেছিলো। আমরা উপায় খুঁজছিলাম তাঁকে স্ট্রাইকে না দিতে এবং আমার মতে সেটি আমরা ভালোমতো করতে পেরেছি এবং পুরষ্কারও পেয়েছি।’
৩৭ বলে অর্ধশতক হাঁকানোর পর ১০০ বলে শতক হাঁকিয়েছেন তামিম। স্বাগতিক বোলারদের রীতিমত শাসন করেছেন তিনি। শেষ পর্যন্ত ২১ চার এবং ১ ছয়ে ১২৮ বলে ১২৬ রানের ইনিংস খেলে থামেন তামিম।
এমন ইনিংসের প্রশংসা করে ওয়াগনার বলেন, ‘আমরা অবশ্যই চেষ্টা করেছিলাম তাঁর কাছ থেকে একটু দূরে বল করতে। আমার মতে স্কয়ার অফ দ্যা উইকেটে যে যথেষ্ট শক্তিশালী এবং বল যখন সুইং করছিলো তখনও সেটি দেখিয়েছে সে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন