শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশকে টেস্ট এর স্ট্যাটাস দিয়েছে কে ?

বাংলাদেশকে টেস্ট এর স্ট্যাটাস দিয়েছে কে ?

Avatar

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৮, ২০১৯

প্রিন্ট করুন

হ্যামিল্টনে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে টাইগারদের করা ২৩৪ রানের জবাবে নিউজিল্যান্ড দিনের খেলা শেষ করেছে বিনা উইকেটে ৮৬ রান নিয়ে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিন পেসারকে নিয়ে একাদশ সাজানো বাংলাদেশের হয়ে ব্যাটিং উদ্বোধনীতে নামেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। প্রথমবারের মত একসাথে টেস্টে ওপেন করতে নামা দুই বাঁহাতি দিচ্ছিলেন ভালো শুরুর ইঙ্গিত। তবে ছন্দপতন ঘটে সাদমানের। দলীয় ৫৭ ও ব্যক্তিগত ২৪ রানের মাথায় ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

প্রথম সেশনের শুরুতেই এক ওপেনারকে হারিয়ে যেখানে প্রতিরোধ গড়ার কথা, সেখানে উল্টো ভেঙে পড়ে টাইগারদের টপ অর্ডার। টেস্টের সেরা ব্যাটসম্যান মুমিনুলের ধীর ব্যাটিং আশা জাগালেও ১২১ রানে ফিরতে হয় তাকে। এক তামিমই ছিলেন দর্শক হয়ে, যিনি দেখেছেন অল্প সময়ের ব্যবধানে মুমিনুল হক (১২), মোহাম্মদ মিঠুন (৮) ও সৌম্য সরকারের (১) বিদায়।

মিডল অর্ডার অবশ্য তামিমকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছে। সেটি ‘যথেষ্ট’ না হলেও দলের অন্যদের ব্যর্থতার তুলনায় মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাসের চেষ্টা ফেলে দেওয়ার মত নয়! দলীয় ১৮০ রানে তামিমই ফিরলেন সাজঘরে। তার আগে ১২৮ বলের মোকাবেলায় ১২৬ রান; ওয়ানডে মেজাজে খেলা যে ইনিংসে ছিল ২১টি চার ও ১টি ছক্কা। টেস্ট ফরম্যাটের বিচারে তার এই মারকুটে ইনিংস নিয়ে সমালোচনা করা যেতে পারে। কিন্তু কিউইদের গতি আর সুইংয়ের সামনে ধসে পড়া টাইগারদের ব্যাটিং লাইনআপে তামিমের ক্যারিয়ারের নবম শতকের ইনিংসই হয়ে রইলো ‘গোবরে পদ্মফুল’!

২২ রান করে অধিনায়ক রিয়াদের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী ও খালেদ আহমেদ সাজঘরে ফিরেছেন দ্রুত। চাপ সামলাতে না পেরে অভিষিক্ত এবাদত হোসেনকে অপরাজিত রেখেই লিটন দাস ব্যক্তিগত ২৯ রানের মাথায় আউট হয়ে গেলে ২৩৪ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

টাইগারদের ইনিংস থামাতে কিউইদের বল করতে হয়েছে মাত্র ৫৯.২ ওভার। আর তাতে ৫ উইকেট একাই শিকার করেছেন বাঁহাতি ফাস্ট বোলার নেইল ওয়াগনার। ক্যারিয়ারের ষষ্ঠবারের মত ইনিংসে পাঁচ উইকেট তুলে নেওয়া এই পেসার ছাড়াও উজ্জ্বল ছিলেন টিম সাউদি। তিনি শিকার করেছেন তিনটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ক্যাচ হাতছাড়ার সুযোগ কাজে লাগিয়ে বিনা উইকেটে ৮৬ রান নিয়ে দিন পার করেছে নিউজিল্যান্ড। স্বাগতিক দলের পক্ষে ৫১ রান করে অপরাজিত আছেন জিত রাভাল, তার সঙ্গী টম লাথাম অপরাজিত ৩৫ রানে। সফরকারীদের বিপক্ষে লিড পাওয়ার আগে আরও অন্তত ১৪৮ রান করতে হবে উইলিয়ামসনের দলকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন