রাত পোহানোর আগেই শুরু হচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজ। হ্যামিল্টনে ম্যাচটি শুরু হবে (বাংলাদেশ সময় অনুযায়ী) বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর চারটায়।
এই ম্যাচকে সামনে রেখে কিছুটা ব্যাকফুটেই রয়েছে সফরকারী বাংলাদেশ। একে তো অনভ্যস্ত কন্ডিশন, তার উপর দলে হানা দিয়েছে চোট। সেই চোটের কারণে সফরের আগেই ছিটকে পড়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ। সিরিজের প্রাক্বালে অনিশ্চিত হয়ে পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও।
উইকেটের সুবিধা কাজে লাগাতে এই ম্যাচে বাংলাদেশ একাদশ সাজাতে পারে স্কোয়াডের চার পেসারকে নিয়ে। সেক্ষেত্রে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলে জায়গা নাও হতে পারে আলোচিত ব্যাটসম্যান সৌম্য সরকারের। অন্যদিকে কেন উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ড নামবে নিজেদের সম্ভাব্য সেরা একাদশ নিয়েই। ঘরের মাটিতে দলটি স্বভাবতই গুরুত্ব দিবে পেস আক্রমণভাগে, যা সাপের ফণা হয়ে ছোবল দিতে পারে নড়বড়ে বাংলাদেশকে!
সবকিছু ঠিকঠাক থাকলে হ্যামিল্টনের পিচে গতি আর সুইংয়ের ঝড় তুলবেন পেসাররাই। স্পিনারদের এই মাঠে ভালো করার সুযোগ কম। বাংলাদেশের কম অভিজ্ঞ চার তরুণ পেসার এই উইকেটের কার্যকারিতা কাজে লাগিয়ে কতটুকু সুবিধা আদায় করতে পারবেন সেই প্রশ্ন থাকছেই। তার চেয়েও বড় কথা- নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেস বোলারদের সফরকারী ব্যাটসম্যানরা কীভাবেই বা সামাল দেন। বৃষ্টির সম্ভাবনায় হ্যামিল্টনের বাতাসের দমকা সামলানোর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যে শুধু নিউজিল্যান্ডই নয়; হ্যামিল্টনের কন্ডিশনও!
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
নিউজিল্যান্ড: জিত রাভাল, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাসেল, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, খালেদ আহমেদ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন