ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টির গ্রুপ ‘সি’ এর শেষ খেলায় লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে লড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিয়ম রক্ষার এই ম্যাচে ইতিমধ্যে টসে জিতে ব্যাটিং করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়েছে ঐতিহ্যবাহী দল মোহামেডান। মাত্র পাঁচ রানেই দুই উইকেট হারিয়েছে তাঁরা। ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিলেন রূপগঞ্জের বোলার মোহাম্মদ শহীদ।
ওপেনার আব্দুল মজিদকে ৪ রানে সরাসরি বোল্ড করার পর পরের বলেই আউট করেন তিনে নামা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলকে। শূন্য রানে ফিরেছেন আশরাফুল।এরি সাথে শুন্য রানে আউট হবার রেকর্ড করলেন আশরাফুল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন