আর কয়েক ঘণ্টা পরই শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশ দলের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজ। হ্যামিল্টনে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর চারটায়।
এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ যেন ‘আহত বাঘ’ হয়ে আছে। চোটের কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই। সিরিজ শুরুর প্রাক্বালে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও।
এই দুই সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতি দলের জন্য দুশ্চিন্তার বিষয়ই। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ পেস বোলিংয়ে ভরসা রেখে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সাকিব-মুশফিকের বদলে যারা আসবেন, তাদের নিজেদের প্রমাণ করার সুযোগ তো থাকছেই। এই সুযোগ পাচ্ছেন পেসাররাও। মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী ও এবাদত হোসেন (যিনি তাসকিন আহমেদের চোটের কারণে সুযোগ পেয়েছেন)- এই চার পেসারও তো নতুন!
মুস্তাফিজ নিজের জায়গা পোক্ত করে ফেললেও বাকি তিনজনের দুজন মাত্র কয়েক ম্যাচ খেলেছেন, একজন তো এখনও অভিষেকই ঘটাননি। তবে এই চার পেসারের উপরই রিয়াদ ভরসা করছেন।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সাদমান ইসলাম, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, খালেদ আহমেদ, আবু জায়েদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন