ডিপিএল টি-টোয়েন্টিতে আবাহনী লিমিটেডের বিপক্ষে গ্রুপ ‘এ’ এর ম্যাচে ১৭৬ রানের পুঁজি পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান এসেছে ওপেনার রুবেল মিয়ার ব্যাট থেকে। তাছাড়া ইনিংসে রয়েছে রানে ফেরা এনামুল হক বিজয়ের ২২ বলে ৩৭ রানের কার্যকরী ইনিংসও।
টস হারের পর আবাহনীর আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। দেখে-শুনে শুরু করলেও সময় বাড়ার সাথে সাথে খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকেন এনামুল হক বিজয় ও রুবেল মিয়া।
আক্রমণাত্বক ব্যাটিংয়ে বড় কিছু করার আভাস দেন বিজয়। তবে ইনিংসের নবম ওভারে সেই সম্ভাবনার মৃত্যু ঘটে জাকারিয়া ইসলামের বলে। ৪ ছক্কা ও ১ চারে ২২ বলে দ্রুতগতির ৩৭ করা বিজয়কে স্টাম্পড করে দল্কে প্রথম সাফল্য এনে দেন তিনি।
বিজয় চলে গেলেও ছন্দ ঠিকই ধরে রাখেন রুবেল। এর মাঝে জাকির হাসান ১০ বলে ১৭ ও আল-আমিন ১৩ বলে ২০ রান করে আউট হলেও সাবলীল গতিতে বাড়িয়ে চলেন রানের খাতা। ৪ চার ও ২ ছক্কায় পূর্ণ করেন অর্ধশতক।
ব্যক্তিগত অর্ধশতক পূর্ণের পর আরও আগ্রাসী ব্যাট চালাতে শুরু করেন তিনি। তার সাথে যুক্ত হন আরিফুল হকও। দুজনে মিলে পঞ্চম উইকেটে গড়েন ৪০ রানের জুটি।
মারকুটে ব্যাট করতে থাকা রুবেলকে ইনিংসের ১৯তম ওভারে থামান মোহাম্মদ সাইফউদ্দিন। নাজমুল হাসান শান্ত’র হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তিনি করেন ৫৬ বলে ৭৬ রান। ৭ চার ও ৪ ছক্কায় এ রান করেন তিনি। এরপর আরও একবার দলকে বড় সংগ্রহ এনে দিতে লড়েন আরিফুল হক।
শেষ পর্যন্ত তার ১৫ বলের ২১ রানের সুবাদে ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৭৬ রান তুলতে সক্ষম হয় প্রাইম ব্যাংক। আবাহনীর বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন সাইফউদ্দিন, রুবেল, আরিফুল ও সাব্বির।
সংক্ষিপ্ত স্কোরকার্ড-
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৬ উইকেটে ১৭৬ রান (২০ ওভার)।
এনামুল ৩৭ (২২), রুবেল ৭৬ (৫৬), জাকির ১৭ (১০), আরিফুল.২১ (১৫), মিলন ১ (৩), মনির ১* (১) ; সাইফউদ্দিন ৪-০-২০-১।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন