শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল যখন মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল যখন মাঠে নামবে বাংলাদেশ

Avatar

বুধবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৯

প্রিন্ট করুন

ওয়ানডে সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশের পর নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট টেস্ট সিরিজের মাঠে নামছে বাংলাদেশ দল।

টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরির কারণে এই সিরিজে অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে সবগুলো টেস্টেই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪ টায়। খেলাগুলো সরাসরি দেখাবে “চ্যানেল নাইন”।

বাংলাদেশের টেস্ট স্কোয়াডঃ সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম অনিক, মমিনুল হক, লিটন দাস, সৌম্য সরকার খালেদ আহমেদ, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, নাঈম হাসান।

টেস্ট সিরিজের সময়সূচি-

প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি- ৪ মার্চ, সময় ভোর চারটা। দ্বিতীয় টেস্ট ৮ থেকে ১২ মার্চ, সময় ভোর চারটা। তৃতীয় টেস্ট ১৬ থেকে ২০ মার্চ, সময় ভোর চারটা।

চোটের শিকার মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে খেলতে পারবেন না, এটি অনেকটাই নিশ্চিত। তার পরিবর্তে এই ম্যাচে উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াতে পারেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস।

মুশফিকের ঘাটতি ঘোচাতে প্রস্তুত লিটন,জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডস সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এমন আভাসই দিয়েছেন।

তিনি জানান, মুশফিক চোটের কারণে খেলতে না পারলে তার জায়গায় খেলানোর জন্য লিটনকে প্রস্তুত করা হচ্ছে। ইনজুরির কারণে স্কোয়াডে নেই সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এবার সেই ‘বহরে’ যুক্ত হয়েছেন মুশফিকও। চোট আক্রান্ত স্কোয়াড নিয়ে একাদশে ভারসাম্য আনা কঠিন- অসহায়ত্ব প্রকাশ করে রোডস স্বীকার করেছেন সেটিও।

রোডস বলেন, ‘মুশফিককে নিয়ে এখনও অনেক শঙ্কা রয়েছে। তার জায়গায় ব্যাটিং ও উইকেট রক্ষকের জন্য লিটনকে প্রস্তুত করছি। যদিও ইনজুরির কারণে একাদশে ভারসাম্য আনাটা কঠিন হয়ে যায়।’

এদিকে চোটের কারণে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে না পারা মোহাম্মদ মিঠুন অনেকটাই ফিট হয়ে উঠেছেন, জানিয়েছেন রোডস। তিনি বলেন, ‘আমি আশা করি মিঠুন সেরে উঠবে। ওয়ানডে সিরিজে তার দুটি ভালো ইনিংস আছে এবং সে টেস্টের জন্যও তৈরি থাকবে।’

ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর টেস্ট সিরিজের আগে লম্বা সময় পেয়েছে বাংলাদেশ। রোডস মনে করেন, এই সময়ে তার শিষ্যরা ভালো প্রস্তুতিই গ্রহণ করেছেন।

তবে ইনজুরি ছাড়াও বড় চ্যালেঞ্জ হয়ে ওঠা অনভিজ্ঞ পেস আক্রমণভাগ দুশ্চিন্তা আনছে না রোডসের ভাবনায়।

তিনি বলেন, ‘বাংলাদেশের বোলারাও বাউন্সিং উইকেটে খেলেছে। তবে ওদের লম্বা ব্যাটসম্যানদের বিপক্ষে আমাদের বোলাররা উচ্চতায় একটু ছোট হয়ে যায়। তবে দেখেন টেস্টের জন্য ক্রিকেটাররা কিন্তু লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছে। আমার মনে হয় তারা একেবারেই প্রস্তুত।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন