শিরোনাম

প্রচ্ছদ /   চতুর্থ বোলার হিসেবে রেকর্ড বুকে আল আমিন হোসেন

চতুর্থ বোলার হিসেবে রেকর্ড বুকে আল আমিন হোসেন

Avatar

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৬, ২০১৯

প্রিন্ট করুন

ডিপিএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই মাইলফলক স্পর্শ করলেন পেসার আল-আমিন হোসেন। ক্রিকেটের ছোট্ট সংস্করণ টি-টোয়েন্টিতে আজ ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। যা পঞ্চম বাংলাদেশি বোলার ও চতুর্থ পেসার হিসেবে রেকর্ড বুকে নাম তুলতে সাহায্য করেছে তাকে।

আজকের ম্যাচের আগে টি-টোয়েন্টিতে এ পেসারের উইকেটসংখ্যা ছিল ৯৯। ইনিংসের ১৭তম ওভার পর্যন্ত উইকেটশূন্য থাকায় শঙ্কা জেগেছিল আদৌ আজ মাইলফলকের ফেখা পাবেন কিনা তার।

তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ইনিংসের ১৮তম ও নিজের তৃতীয় ওভারে বল করতে এসেই কাঙ্ক্ষিত অর্জনের দেখা পান তিনি। ওভারের প্রথম বলে ১১ রান করা জাহিদুজ্জামানকে সরাসরি বোল্ড করে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন তিনি।

আল-আমিনের আগে এ মাইলফলক স্পর্শ করেছেন আরও চার বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। যার মধ্যে মুস্তাফিজ ও রুবেল হোসেন মাইলফলকটি স্পর্শ করেছেন সদ্য সমাপ্ত বিপিএলের ষষ্ঠ আসরে।

টি-টোয়েন্টি সংস্করণে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করতে আল-আমিন সময় নিয়েছেন ৮৪ ম্যাচ। একমাত্র বোলার হিসেবে দু’বার হ্যাটট্রিক করার রেকর্ডসহ যার মধ্যে রয়েছে আরও একাধিক প্রাপ্তির গল্প। ক্রিকেটের ছোট্ট এ সংস্করণে উইকেটের শতক স্পর্শের পথে ইনিংসে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন মোট দু’বার।

তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ১৭ রান খরচায় ৫ উইকেট।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট সাকিবের দখলে। ২৯৫ ম্যাচ থেকে বাঁহাতি এ স্পিনারের শিকার ৩৪৪ উইকেট। ১৩৮ উইকেট নিয়ে এর পরের অবস্থানে রয়েছেন মাশরাফি মুর্তজা। ডানহাতি এ পেসার উইকেটগুলো শিকার করতে এখনো অবধি খেলেছেন ১৫০টি ম্যাচ।

চতুর্থ বোলার হিসেবে উইকেটের শতক পূর্ণ করলেও মুস্তাফিজকে টপকে এর পরের অবস্থানে রয়েছেন পেসার রুবেল হোসেন। তার ঝুলিতে রয়েছে ১১৬টি উইকেট। এর জন্য ৯৭ ম্যাচে অংশ নিতে হয়েছে তাকে। ১১০ উইকেট নিয়ে তালিকার চারে মুস্তাফিজ ও এরপরের অবস্থানেই রয়েছেন আল-আমিন হোসেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন