শিরোনাম

প্রচ্ছদ /   রানের পাহাড় গড়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন মাহমুদুল্লাহ

রানের পাহাড় গড়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন মাহমুদুল্লাহ

Avatar

শনিবার, ফেব্রুয়ারী ২৩, ২০১৯

প্রিন্ট করুন

নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র দুই দিনের প্রস্তুতি ম্যাচে দ্যুতি ছড়িয়ে চলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তামিম ইকবাল, সাদমান ইসলাম, লিটন দাসদের পর এ মূহূর্তে ব্যাট হাতে দ্যুতি ছড়াচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ।

প্রথম দিনের চা পানের বিরতির পর বাকি ব্যাটসম্যানদের খেলার সুযোগ করে দিতে লিটন ও সৌম্যর স্বেচ্ছা অবসরের পর ক্রিজে আসেন তারা। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করে দ্রুত রান তুলতে থাকেন রিয়াদ। তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন মিরাজও।

ঘরোয়া ক্রিকেটের তারকা মুখগুলোকে নিয়ে সাজানো দলের পেস অ্যাটাকের নেতৃত্ব দিবেন অ্যাডাম মিলনে। তার সাথে গতির ঝড় তুলতে দলে রয়েছেন ২১ বছর বয়সী বেন সেয়ার্স ও এডওয়ার্ড নাটাল। তাছাড়া স্পিনার হিসেবে দলে ডাক পেয়েছেন দুই কিউই ক্রিকেটার। তারা হলেন বেন লকরোজ ব্লেক কোবার্ন।

সফরকারী বাংলাদেশের বোলারদের প্রস্তুতি ম্যাচে পরীক্ষার সম্মুখীন করতে শক্তিশালী ব্যাটিং লাইন-আপও রাখা হয়েছে দলটিতে। জ্যাকব ভুলা ও ফর্মের তুঙ্গে থাকা আন্দ্রে ফ্লেচার ব্যাট হাতে গোড়াপত্তন করবেন ইনিংসের। তাছাড়া ডেল ফিলিপস, নিক কেলি ও কেন ম্যাকক্লারকে রাখা হয়েছে মিডল অর্ডারের দায়িত্ব সামলাতে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ একাদশের রানসংখ্যা ৩ উইকেটের বিনিময়ে ৩৫০ রান। রিয়াদ ৫৯ রান করে নট আউট থেকেই মাঠ থেকে উঠে গেছেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তের পর উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন তামিম ও আসাদমান জুটি। দু’জনে মিলে যোগ করেন ১১৩ রান। সাদমান অর্ধশতক পূর্ণ করলেও মাইলফলকটি অধরা থেকে যায় তামিমের। মাত্র ৫ রানের আক্ষেপ নিয়ে ব্যক্তিগত ৪৫ রানে তিনি সাজঘরে ফিরলে প্রথম উইকেটের পতন ঘটে সফরকারীদের।

এরপর মধ্যাহ্ন ভোজের বিরতির পর আউট হয়ে যান সাদমানও। ৬৭ রানে তার ফিরে যাওয়ায় দলীয় ১২০ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এদিন সবাই ব্যাট হাতে নিজেদের মেলে ধরলেও মুমিনুল ফিরেন মাত্র ২০ রান করে। তার ফিরে যাওয়ার পর ক্রিজে যোগ দেন সৌম্য ও লিটন।

দুজনে মিলে ৯৬ রানের জুটি গড়ে সম্ভাবনা জাগান দলের বড় সংগ্রহের। অর্ধশতক স্পর্শের পর লিটন ব্যক্তিশত ৬৭ রানে ও সৌম্য ৪১ রানে নেন স্বেচ্ছায় অবসর।

প্রস্তুতি ম্যাচের নিউজিল্যান্ড একাদশ: ভারত পপলি (অধিনায়ক), জ্যাকব ভুলা, ম্যাক্স চু, ব্লেক কোবার্ন, আন্ড্রু ফ্লেচার, নিক কেলি, বেন লকরোজ, কেন ম্যাকক্লার, অ্যাডাম মিলনে, এডওয়ার্ড নাটাল, ডেল ফিলিপস ও বেন সেয়ার্স।

কিউইদের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও এবাদত হোসেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন