শিরোনাম

প্রচ্ছদ /   বিশ্বকাপের স্কোয়াডে নেই লিটন সৌম্য আছেন আশরাফুল ও ইমরুল

বিশ্বকাপের স্কোয়াডে নেই লিটন সৌম্য আছেন আশরাফুল ও ইমরুল

Avatar

শুক্রবার, ফেব্রুয়ারী ২২, ২০১৯

প্রিন্ট করুন

আর মাত্র কয়েকদিন ইংল্যান্ডে বসতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে বড় আসর বিশ্বকাপ ক্রিকেট। এদিকে জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ প্রকাশ করেছে বাংলাদেশের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ। আর সেই একাদশে জায়গা পেয়েছেন আশরাফুল-রফিক-মিনহাজুল আবেদীনের মত সাবেক ক্রিকেটাররা। এই বাংলাদেশ একাদশের অধিনায়ক করা হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে।ক্রিকইনফোর প্রকাশিত এই আর্টিকেলটিতে দেখা গেছে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসাবে আছেন ইমরুল কায়েস। জায়গা হয়নি লিটন ও সৌম্য কারোরই।

অন্যদিকে ওয়ানডাউনে যোগ্য মনে করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। তারপরই সুযোগ পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। এছাড়াও এতে আরো সুযোগ পেয়েছেন ১৯৯৯ টুর্নামেন্টের দুই কিংবদন্তী প্লেয়ার মিনহাজুল আবেদীন ও খালেদ মাহমুদ।এদিকে বোলিং সেক্টরে ক্যাপ্টেন মাশরাফির নেতৃত্বে রয়েছেন খালেদ মাহমুদ ও রুবেল হোসেন।

বিশ্বকাপে বাংলাদেশের সেরা একাদশ:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মিনহাজুল আবেদিন, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ, মোহাম্মদ রফিক ও রুবেল হোসেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন