শুরু হয়ে গেছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের কাউন্টডাউন। আর মাত্র ৯৭ দিন, তারপরই ইংল্যান্ডের মাটিতে শুরু হয়ে যাবে ক্রিকেটের সবচেয়ে মহাযজ্ঞ ওয়ানডে বিশ্বকাপ।
ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরকে সামনে রেখে বিভিন্ন দেশের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করছে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো।
তার ধারাবাহিকতায় আজ বাংলাদেশের বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ ঘোষণা করেছে ওয়েবসাইটটি। তাতে জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।
এক নজরে দেখে নেওয়া যাক ক্রিকইনফোর নির্বাচিত বাংলাদেশের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও রুবেল হোসেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন