নিউজিল্যান্ডের কাছে শোচনীয় দুই পরাজয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়াতে হয়েছে বাংলাদেশকে। এমন পারফরম্যান্সের পর দেশের ক্রিকেট অঙ্গন পড়েছে দুশ্চিন্তায়। অনেকেই মনে করছেন, নিউজিল্যান্ডের অনভ্যস্ত কন্ডিশনই টাইগারদের এমন ব্যর্থতার কারণ।
তবে কন্ডিশনকে দোষ দিতে নারাজ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। তিনি মনে করেন, নিউজিল্যান্ডের বিপক্ষে পরিকল্পনা কাজে লাগাতে না পারাই ভালো ক্রিকেট উপহার দিতে পারছে না।
এদিকে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সময় ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন।
দুই ম্যাচের দুটিতেই হেরে বাংলাদেশ ইতোমধ্যে ওয়ানডে সিরিজ খোয়ালেও ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন মোহাম্মদ মিঠুন। দলের অন্য ব্যাটসম্যানরা যেখানে রান পেতে সংগ্রাম করছেন সেখানে মিঠুন দুটি ম্যাচেই হাঁকিয়েছেন অর্ধ-শতক।দুটি ম্যাচেই দলের সংগ্রহ ২০০ পার হওয়ার পেছনে রেখেছেন তাৎপর্যপূর্ণ ভূমিকা। মিঠুনের এই চোট তাই দলের জন্য বড় এক দুঃসংবাদ।
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে এই চোট পান মিঠুন। যদিও এই ইনিংসেই কিউই পেসারদের সামলে করেছেন ৫৭ রান। আগের ম্যাচে দলের বিপর্যয় সামলে ৬২ রানের ইনিংস উপহার দিয়েছিলেন, যা এনে দিয়েছিল সম্মানজনক সংগ্রহ।
অন্যদিকে চোটের শিকার হয়েছেন মুশফিকুর রহিমও। খোঁজ নিয়ে জানা গেছে মোহাম্মদ মিঠু্নের হ্যামস্ট্রিং চোটের বিপরীতে মুশফিকের ভুগছেন পাঁজরের ব্যথায়। দু’জনের চোট কতটা গুরুতর তা জানতে স্ক্যান করানো হবে।
স্ক্যানের পরই পরিষ্কার হওয়া যাবে চোটের অবস্থা সম্পর্কে। ব্যাট হাতে প্রথম ওয়ানডেতে ৫ রান করার পর দ্বিতীয় ম্যাচে মুশফিকের ব্যাট থেকে আসে ২৪ রান।
প্রসঙ্গত, আগামী ২০ ফেব্রুয়ারি ডানেডিনে সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে বাংলাদেশ জয় পেলেও সিরিজ জেতা সম্ভব নয়। কেননা প্রথম দুই ম্যাচ জিতে স্বাগতিক দল ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে।
নিউজিল্যান্ড সিরিজের শুরুর আগ থেকেই বাংলাদেশ দল রয়েছে চোটের সমস্যায়। বিপিএল শেষ করেই চোটের শিকার হন স্কোয়াডের দুই সদস্য সহ-অধিনায়ক সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।
ফলে দল নিউজিল্যান্ডে আসে তাদেরকে ছাড়াই। এরপর দলে ডাক পাওয়ার সম্ভাবনা জাগানো ইমরুল কায়েসও চোট পান। এবার সেই তালিকায় যুক্ত হলেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনও।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন