শিরোনাম

প্রচ্ছদ /   আগামীকাল যখন মুখোমুখী চিটাগাং বনাম ঢাকা সাথে দেখেনিন দুই দলের চূড়ান্ত একাদশ

আগামীকাল যখন মুখোমুখী চিটাগাং বনাম ঢাকা সাথে দেখেনিন দুই দলের চূড়ান্ত একাদশ

Avatar

রবিবার, ফেব্রুয়ারী ৩, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের গ্রুপপর্ব এরই মধ্যে শেষ হয়েছে। এদিকে আগামীকাল সোমবার (৪ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ০১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এদিকে আগামীকাল ম্যাচটি দু’দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। কেননা কালকের ম্যাচে যে দল হারবে সেই দলকে এবারের আসর থেকে বিদায় নিতে হবে। আর তাই জয়ের লক্ষ্যেই মাঠে নামবে দুই দল। এদিকে ঢাকা ডায়নামাইটসের একাদশে আসতে পারে কিছু পরিবর্তন। এদিকে উপল থারাঙ্গার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে লুক রাইটকে। তাছাড়া শুভাগত হোমকে নেয়া হতে পারে একাদশে।

অন্যদিকে চিটাগং ভাইকিংসের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। এদিকে মোসাদ্দেক হোসেন সৈকত যেহেতু ইঞ্জুরিতে সেহেতু সাদমান ইসলামকে একাদশে নেয়া হতে পারে। তাছাড়া রবি ফ্রাইলিঙ্ককে একাদশে নেয়া হতে পারে।

ঢাকা ডায়নামাইটসের সম্ভাব্য একাদশ: মিজানুর রহমান, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, লুক রাইট, মাহমুদুল হাসান, রুবেল হোসেন।

চিটাগং ভাইকিংস সম্ভাব্য একাদশ: হারদুস ভিলজয়েন, ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), রবি ফ্রাইলিঙ্ক, সিকান্দার রাজা, সাদমান ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন