শিরোনাম

প্রচ্ছদ /   রংপুর থেকে চলে গেলেন দুই তারকা ভিলিয়ার্স ও এলেক্স হেলস পরিবর্তে খেলবে যারা

রংপুর থেকে চলে গেলেন দুই তারকা ভিলিয়ার্স ও এলেক্স হেলস পরিবর্তে খেলবে যারা

Avatar

রবিবার, ফেব্রুয়ারী ৩, ২০১৯

প্রিন্ট করুন

চোটের কারণে রংপুর রাইডার্সের বিপিএল মিশনের মাঝপথেই দেশে ফিরে যেতে হয়েছে মারকুটে ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে। টুর্নামেন্টের মাঝপথে এসে দলে দারুণ অবদান রাখা এবি ডি ভিলিয়ার্সও নিজ ঘরে ফিরে যাচ্ছেন শেষ চারের খেলার আগেই।

তবে এই দুই ক্রিকেটারকে হারিয়ে মোটেই চিন্তিত নয় রংপুর রাইডার্স। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দলটি শনিবার (২ ফেব্রুয়ারি) ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

এতে দলটি উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে, নিশ্চিত হয়েছে ফাইনালের পথে দুটি সুযোগ পাওয়ার বিষয়টিও। একটি ম্যাচ জিতলে ফাইনাল তো নিশ্চিতই, প্রথম ম্যাচে হারলেও আরও একটি সুযোগ পাবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দল।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে আনুষ্ঠানিক আলাপচারিতায় মাশরাফি জানান, হেলস ও এবি চলে যাওয়ায় চিন্তিত নয় দল। বরং যে দল বর্তমানে রয়েছে তা শিরোপার লড়াইয়ের জন্য যথেষ্ট বলে মনে করেন তিনি। নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে নিয়ে চিন্তা করার বদলে শেষ চারের গুরুত্বপূর্ণ লড়াইয়ে ভালো করায়ই এখন মনোযোগ তার।

শনিবারের জয়ের কৃতিত্ব বোলারদের দিয়ে মাশরাফি বলেন, “গত ছয় ম্যাচে আমরা যেভাবে খেলেছি সেটি সত্যিই দারুণ। আজও বোলারদের পারফরম্যান্স ভালো ছিল। ব্যাটসম্যানদের জন্য বোলাররা প্রায় সব কাজ করেই দিয়েছিলো।” হেলস এই ম্যাচের আগেই দেশে ফিরেছেন।

এই ম্যাচ খেলা গেইলও শেষ চারের লড়াইয়ের পূর্বে ফিরে যাবেন। তবে আছেন ক্রিস গেইল ও রাইলি রুশো। রংপুরকে বিগত আসরেও সাফল্য এনে দেওয়া গেইলের উপর ভরসার কথা জানিয়ে মাশরাফি বলেন,

‘এবি এখানে আসার পর থেকেই ফর্মে ছিল। আর গেইল নিজের দিনে প্রতিপক্ষের কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারে।” ভালো শুরু না করেও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করার পর মাশরাফির ভাষ্য,‘পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করলে নির্ভার থেকেই কিছুই নেই। কারণ এখন টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই বাকি।’ ‘হেলস চোটের কারণে চলে গেছে। এবিও তার শেষ ম্যাচ খেলে ফেললো। তবে শিরোপা জেতার জন্য আমরা যথেষ্ট ভালো দল এখনও।’– বলেন মাশরাফি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন