বিপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইটান্স যদি ঢাকা ডায়নামাইটসকে হারাতে পারতো, তাহলে প্লে অফে যাওয়া হতো না ঢাকার। কিন্তু এমন সমীকরণেও অসহায় আত্মসমর্পণ করেছে খুলনা।
১২ ম্যাচ খেলে সবমিলিয়ে এবারের বিপিএলে জয় পেয়েছে মাত্র দুইটি ম্যাচে। আসরের শেষে তাই অনেক বেশি হতাশ খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সকল ব্যর্থতা মাথা পেতেই নিচ্ছেন তিনি।
‘আমি আগেই বলেছি, এটা আমাদের জন্য অনেক কঠিন আসর ছিল। আমরা ভালো পারফর্ম করতে পারিনি, কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি।’এই আসরের ভুল থেকে পরবর্তী আসরে ঘুরে দাঁড়াতে চায় খুলনা। ভালো পারফর্ম না করতে পারলেও দর্শকদের সমর্থন পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খুলনা অধিনায়ক।
‘এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ভালো লাগে যখন দেখি ভালো পারফর্ম করতে না পারলেও সমর্থকরা সমর্থন দিতে থাকে। খুলনার মালিকপক্ষের প্রতি কৃতজ্ঞতা থাকলো, তাঁরা দারুণ সমর্থন করেছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন