শিরোনাম

প্রচ্ছদ /   মিরাজকে উড়িয়ে দিয়ে সাকিবের মুখে হাসি ফুটালেন মাহমুদুল্লাহ

মিরাজকে উড়িয়ে দিয়ে সাকিবের মুখে হাসি ফুটালেন মাহমুদুল্লাহ

Avatar

শনিবার, ফেব্রুয়ারী ২, ২০১৯

প্রিন্ট করুন

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানের পুঁজি পেয়েছে খুলনা টাইটান্স। ফলে ঢাকা ডায়নামাইটসের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১২৪ রানের। শেষ চারে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ঢাকার।

এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনা দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ৮ রানেই তারা ওপেনার জুনায়েদ সিদ্দিকীর উইকেট হারায়।

খুলনা টাইটান্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে অনেক আগেই। জয় পরাজয়ে আসলে তাদের তেমন কিছু যায় আসে না। তবে বিপিএলের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচটি ঢাকা ডায়নামাইটসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই ম্যাচের উপর নির্ভর করছে টুর্নামেন্টে তাদের টিকে থাকা।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে হেরে বোলিংয়ে নামতে হয়েছে ঢাকা ডায়নামাইটসকে। বোলাররা অবশ্য হতাশ করেনি। সাকিব-রুবেলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুলনার ব্যাটসম্যানরা হাত খুলে খেলতে পারেননি।

নাজমুল হাসান শান্ত আর ডেভিড উইজ যা একটু লড়াই করেছেন। ২০ বলে একটি করে চার ছক্কায় শান্ত করেন ২৪ রান। আর ২৭ বলে সমান চার ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন উইজ।

ঢাকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল রুবেল হোসেন। ৪ ওভারে ২৭ রান খরচায় ২টি উইকেট নেন এই পেসার। ২টি উইকেট নেন সাকিবও, তবে তিনি ৪ ওভারে ৩২ রান খরচ করেন।

ঢাকা ডাইনামাইটস ১২৪ রান টার্গেট দিল খুলনা টাইটানস। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা ডাইনামাইটস ১৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে। নারাইন ৩২ রান ২ চার ৪ ছয়, থারাঙ্গা ৪২ রান ৪ চার ২ ছয়(আউট), সাকিব ১ রান(আউট)

ঢাকা ডায়ানামাইটস ৬ উইকেট এ জয় পেয়ে সুপার ফোর নিশ্চিত করেছে।

খুলনা টাইটানস (একাদশ): ব্রেন্ডন টেলর, জুনাইদ সিদ্দিক, দাউদ মালান, আল আমিন, মাহমুদুল্লাহ, নাজমুল হোসেন শান্ত, ডেভিড উইসি, তাইজুল ইসলাম, সুবশ্য রায়, জুনায়েদ খান, সাদ্দাম হোসেন

ঢাকা ডাইনামাইটস (একাদশ): মিজানুর রহমান, উপুল থারাঙ্গা, রনি তালুকদার, সাকিব আল হাসান, সুনিল নারাইন, কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, নুরুল হাসান , মাহমুদুল হাসান, কাজী অনিক, রুবেল হোসেন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন