শিরোনাম

প্রচ্ছদ /   আজ যখন দেশে ফিরে যাবে ডি ভিলিয়ার্স

আজ যখন দেশে ফিরে যাবে ডি ভিলিয়ার্স

Avatar

শনিবার, ফেব্রুয়ারী ২, ২০১৯

প্রিন্ট করুন

বিপিএলে এবারই প্রথম খেলতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা এবিডি ভিলিয়ার্স। আর প্রথমবারের মত বিপিএল খেলতে এসে টুর্নামেন্ট মাতিয়েছেন এই তারকা।

বিপিএলে ভিলিয়ার্স রংপুর রাইডার্সের সাথে যোগ দিয়েছিলে সিলেট পর্বে। প্রথম ম্যাচে করেছিলেন ৩৪ রান। দ্বিতীয় ম্যাচে ২৫ বলে করেন ৪১ রান। তৃতীয় ম্যাচে আউট হন ১ রান করে। চতুর্থ ম্যাচে করেন ৫০ বলে ১০০ রান। পঞ্চম ম্যাচে করেন ২৭ বলে ৩৭ রান। আজ ৬ষ্ঠ ম্যাচে করেন ২২ বলে ৩৪ রান। সব মিলিয়ে ৬ ম্যাচে ভিলিয়ার্স রান করেন ২৪৭।

আগেই বলা হয়েছিল ভিলিয়ার্স রংপুরের হয়ে কেবল ৬টি ম্যাচই খেলবেন। গ্রুপ পর্বের ৬টি ম্যাচ শেষ হওয়ায় এবার প্রোটিয়া এই তারকা চলে যাবেন নিজ দেশে। আগামী ম্যাচ থেকে আর তাকে পাবেনা দলটি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন