বিপিএলে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ন ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। এই ম্যাচটি খুলনা টাইটান্সের জন্য নিয়মরক্ষার ম্যাচ হলেও ঢাকার জন্য বাঁচা মরার ম্যাচ।বিপিএলে সবার আগে বাদ হয়েছে খুলনা। এবার সেই খুলনার হাতেই ঝুলে গেল বিপিএলের সবচেয়ে সফল দল ঢাকার ভাগ্য।
টানা জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল ঢাকা ডায়নামাইটস। কিন্তু এরপর আবার টানা হারে এখন পয়েন্ট তালিকার পাঁচে তাদের অবস্থান। টানা পাঁচ হারে জর্জরিত ঢাকার শেষ চার নিশ্চিত করতে হলে আজকে জিততেই হবে।
বিপিএলে এখন চতুর্থ স্থানে আছ রাজশাহী কিংস। তাদের পয়েন্ট ১২ ম্যাচে ১২। বিপরীতে ১১ ম্যাচে ১০ পয়েন্ট ঢাকার। আজ জিতলে তাদের পয়েন্টও হবে ১২। তবে রান রেটে এগিয়ে থেকে রাজশাহীকে টপকে উঠে যাবে তারা।
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসরে খেলতে ঢাকায় পা রাখার কথা ইংলিশ ক্রিকেটার লুক রাইট। বিপিএলের এবারের আসরে ঢাকা ডায়নামাইটসের জার্সি গায়ে মাঠ মাতাবেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার।
ঢাকা ডায়নামাইটসের লিগ পর্বের ১২তম ও শেষ ম্যাচে পয়েন্ট টেবিলের তলানির দল খুলনা টাইটান্সের বিপক্ষে দেখা যেতে পারে লুক রাইটকে।
শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশে এসে পৌঁছানোর কথা ছিল তার। টানা ৫টি ম্যাচে হেরে শেষ চারে না উঠেই বাদ পড়ার শঙ্কায় থাকা ঢাকা ডায়নামাইটস লঙ্কান ক্রিকেটার উপুল থারাঙ্গার পাশাপাশি দলে ভিড়িয়েছে ইংলিশ ক্রিকেটার লুক রাইটকে।
এবারের আসরের শুরুতে দুর্দান্ত খেললেও শেষ দিকে এসে ঢাকা ডায়নামাইটস যেন বন্দি হারের বৃত্তে আটকে গেছেন। এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৫টি ম্যাচে জয় পেয়েছে, অপর ৬টি ম্যাচ হেরেছে দলটি। টানা হারে দলটির রয়েছে বাদ পড়ার শঙ্কাও। নিজেদের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটস হেরে বসলে এবার আর শেষ চারে খেলা হবে বিপিএল ষষ্ঠ আসরের অন্যতম শক্তিশালী রাজধানীর দলটির।
ঢাকা ডায়নামাইটস স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক ও আইকন ক্রিকেটার), সুনীল নারাইন (উইন্ডিজ), কাইরন পোলার্ড (উইন্ডিজ), আন্দ্রে রাসেল (উইন্ডিজ), লুক রাইট (ইংল্যান্ড) ও উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা), রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, মিজানুর রহমান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন