শিরোনাম

প্রচ্ছদ /   ইমরুলকে দলে নিতে নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে আবারো পরিবর্তন আনল বিসিবি দেখুন একাদশ

ইমরুলকে দলে নিতে নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে আবারো পরিবর্তন আনল বিসিবি দেখুন একাদশ

Avatar

শনিবার, ফেব্রুয়ারী ২, ২০১৯

প্রিন্ট করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। গত বুধবার বিকালে মিরপুরে বিপিএলের প্রথম ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

অনেক নাটকের পর ইমরুলকে সুযোগ দিতে স্কোয়াডে পরিবর্তন! নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস। তাকে দলে নেয়ার খবরটি জানিয়েছেন বিসিবি সভাপতি।কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করেছিল বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে কোন দলেই ছিল না তার নাম।

কিন্তু দল ঘোষণার পর তার নাম না থাকায় অনেক সমালোচনা হয়েছিল। সমালোচনা হয়েছিল অফ ফর্মে থাকা সৌম্য ও সাব্বিরকে দলে নেয়ার কারনেও।

তবে সব সমালোচনা শেষে এবার দলে জায়গা পেয়েছেন এই তারকা। কিন্তু প্রথম দিকে নির্বাচকরা যে কাজটি করতে চাননি সেই কাজটিই এবার করতে হয়েছে তাদের ইমরুলকে দলে নেয়ার জন্য। ইমরুল কায়েসকে দলে নেয়ার জন্য কাউকে বাদ না দিয়ে স্কোয়াডে সদস্য সংখ্যা বাড়িয়ে ১৫ থেকে ১৬ তে পরিবর্তন করেছে তারা।

সাব্বির রহমান সর্বশেষ ২০১৮ সালের উইন্ডিজ সফরে ওয়ানডে খেলেছিলেন। এরপর শৃঙ্খলা ইস্যুতে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞা অনুযায়ী দলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা। কিন্তু শাস্তি কমিয়ে নিউজিল্যান্ড সিরিজের দলে রাখা হয়েছে তাঁকে।

একই সাথে বিপিএলে সাত ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়ে উইকেট শিকারির তালিকায় চূড়ায় থাকা পেসার তাসকিন আহমেদ এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন। সর্বশেষ ২০১৭ সালের দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট ও ওয়ানডে খেলেছিলেন তিনি।

দলে নতুন মুখ হিসেবে সুযোগ মিলেছে উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হওয়া অফ স্পিনার নাঈম হাসানের। বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে ব্যাটিং পাওয়ারপ্লেতে দারুণ বোলিং করে যাচ্ছেন তিনি।

ঘরের মাঠে উইন্ডিজ সিরিজের দলে থাকা ইমরুল কায়েস, আবু হায়দার রনি, আরিফুল হক ও নাজমুল ইসলাম অপু দল থেকে বাদ পড়েছেন।বাংলাদেশ দল আগামী মাসের শুরুতে নিউজিল্যান্ড সফর করবে। ১৩ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ।

নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে স্কোয়াডঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, নাঈম হাসান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন