বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শুক্রবার রাতের খেলায় শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস এবং সিলেট সিক্সার্স।আজকের ম্যাচটিতে চিটাগং ভাইকিংসের হয়ে খেলছেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু ব্যাট হাতে আবারো ব্যর্থ হলেন এই তারকা ব্যাটসম্যান। ফিরলেন কোন রান না করেই। তাসকিনের বলে জাকির আলির হাতে ক্যাচ দিয়ে।
অনেকদিন পর সুযোগ পাওয়া আশরাফুলের জন্য এই ম্যাচটা ছিল বড় সুযোগ। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হলেন তিনি। আর এরই মধ্য দিয়ে হয়তো শেষ হয়ে গেল আশরাফুলের বিপিএল ক্যারিয়ার।
এদিকে চিটাগং ভাইকিংসের প্লে অফ নিশ্চিত হলেও আসর থেকে ছিটকে গিয়েছে অলক কাপালির সিলেট সিক্সার্স। তাই সিলেটের জন্য ম্যাচটি একরকম আনুষ্ঠানিকতা ছাড়া কিছুই না।
চিটাগং ভাইকিংস একাদশঃ
মুশফিকুর রহিম (অধিনায়ক), নাঈম হাসান, মোহাম্মদ আশরাফুল, আহমেদ আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সিকান্দার রাজা, হারদুস ভিলজয়েন, ক্যামেরন ডেলপোর্ট, দাসুন শানাকা, রবিউল হক, খালেদ আহমেদ।
সিলেট সিক্সার্স (একাদশ):
আন্দ্রে ফ্লেচার, আফিফ হোসেন, জেসন রয়, সাব্বির রহমান, ওয়েইন পারনেল, মোহাম্মদ নওয়াজ, নাবিল সামাদ, অলক কাপালি (অধিনায়ক), জাকের আলী (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, এবাদত হোসেন
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন