শিরোনাম

প্রচ্ছদ /   যার অনুরোধে আজকের ম্যাচে ভাইকিংস একাদশে জায়গা পেল আশরাফুল

যার অনুরোধে আজকের ম্যাচে ভাইকিংস একাদশে জায়গা পেল আশরাফুল

Avatar

শুক্রবার, ফেব্রুয়ারী ১, ২০১৯

প্রিন্ট করুন

পাঁচ বছর পর আবারো ক্রিকেটে টিভিতে আশরাফুলে খেলা। ভক্তদের যতটা আশা ছিল ঠিক ততটাই হতাশ করেছেন অ্যাশ। নিলামে দ্বিতীয় দফায় বিপিএলে পেয়েছিলেন দল। বুঝাইযাচ্ছিল এতটাও সুযোগ পাবেননা তিনি। তবে যেটুকু পেলেন সবাইকেই করেছেন হতাশ। তবে এবার দ্বিতীয়বার চিটাগং একাদশে সম্ভাবনা জেগেছে আশরাফুলের।

বিপিএলে ফিরে প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে তিন রান করেছিলেন আশরাফুল। পরের ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে আশরাফুলের ব্যাট থেকে এসেছে ২৩ বলে ২২ রান। ইনিংসে ছক্কা নেই, তবে চার ছিল তিনটি। কিন্তু ইনিংস লম্বা করতে না পারা যতটানা আশরাফুলের ব্যর্থতা তারচেয়েও বেশি দায় মিরপুরের রহস্যময় উইকেটের।

এরপর বিপিএলে চিটাগং ভাইকিংস খেলেছে আরো নয়টি ম্যাচ। কিন্তু একটিতেও সুযোগ দেওয়া হয়নি আশরাফুলকে। একাদশের বদলে ম্যাচের পর ম্যাচ তার জায়গা হয়েছে বেঞ্চে। ভাইকিংস দলের সঙ্গে থেকেও নেই আশরাফুল। স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ তিনি।

তবে একটি সূত্রের খবর, আশরাফুল নাকি টিম ম্যানেজমেন্টের প্রধানকর্তার কাছে বিপিএলে আর সুযোগ অছে কিনা জানতে চেয়েছেন। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে ঢাকায় খেলানো হবে আশরাফুলকে। তাই শুক্রবার সিলেট সিক্সার্সের বিপক্ষে চিটাগং ভাইকিংসের সন্ধ্যার ম্যাচে আশরাফুলের একাদশে থাকার সম্ভাবনা প্রবল।

ভাইকিংস দলের আরেকটি সূত্র জানিয়েছে, আশরাফুলকে একাদশে নেওয়ার জন্য অধিনায়ক মুশফিকুর রহিমও আর্জি জানিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। অধিনায়ককেও একই তথ্য দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে- প্লেফ-অফ পর্ব নিশ্চিত করা চিটাগং ঢাকায় বাকি যে কটা ম্যাচ খেলবে তার কয়টাতে সুযোগ দেওয়া হবে আশরাফুলকে? এখন সেটিই দেখার বিষয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন