শিরোনাম

প্রচ্ছদ /   অবশেষে আজকে সিলেটের বিপক্ষে দলে ফিরলেন আশরাফুল দেখেনিন ভাইকিংস একাদশ

অবশেষে আজকে সিলেটের বিপক্ষে দলে ফিরলেন আশরাফুল দেখেনিন ভাইকিংস একাদশ

Avatar

শুক্রবার, ফেব্রুয়ারী ১, ২০১৯

প্রিন্ট করুন

বিপিএলের আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।প্লে অফ নিশ্চিত হওয়ায় এই ম্যাচে চিটাগং একাদশে আসছে পরিবর্তন। একাদশে জায়গা পাচ্ছেন মাত্র দুই ম্যাচ খেলা মোহম্মদ আশরাফুল।

ইতোমধ্যে ১১টি ম্যাচ খেলে ৭টি জয় পাওয়া চিটাগং নিশ্চিত করেছে শেষ চারের লড়াইয়ে অংশগ্রহণ। তবে সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র ৪ ম্যাচে জয় পাওয়া সিলেটের শেষ চারের স্বপ্ন ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ফলে লিগ পর্বে ও আসরে নিজেদের শেষ ম্যাচটি অলক কাপালির দলের জন্য কেবলই আনুষ্ঠানিকতার।

নিয়ম রক্ষার ম্যাচে আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় সিলেট সিক্সার্সের মুখোমুখি হচ্ছে সুপার ফোর নিশ্চিত করা চিটাগং ভাইকিংস।ইতিমধ্যেই বিপিএল থেকে বিদায় নিয়েছে সিলেট সিক্সার্স। অন্যদিকে চমক দেখিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে মুশফিকুর রহিমের দল চিটাগং ভাইকিংস।

এই দলের হয়ে খেলছেন ৫ বছর নিষিদ্ধ থাকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল।চিটাগাং ভাইকিংস ছেলে হয়ে প্রথম দুই ম্যাচে একাদশে থাকলেও নিজেকে সেভাবে মিলে ধরতে পারিনি তিনি। এরপর থেকেই একাদশের বাইরে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল।

তবে নিয়ম রক্ষার আজকের ম্যাচের একাদশে ফিরতে পারেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭ টায় শুরু হবে ম্যাচটি।

চিটাগং ভাইকিংস:
মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), দাসুন শানাকা, সিকান্দার রাজা, মোহম্মদ আশরাফুল, নাঈম হাসান, নাজমুল হোসেন মিলন, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ।

সিলেট সিক্সার্স:
লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, জেসন রয়, সাব্বির রহমান, নিকোলাস পুরান, মোহাম্মদ নাওয়াজ, অলক কাপালি (অধিনায়ক), তাসকিন আহমেদ, সোহেল তানভীর, এবাদত হোসেন, নাবিল সামাদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন