শিরোনাম

প্রচ্ছদ /   টিকে থাকার লড়াইয়ে আজকে একাদশে যে পরিবর্তন নিয়ে মাঠে নামছে ঢাকা ডায়ানামাইটস

টিকে থাকার লড়াইয়ে আজকে একাদশে যে পরিবর্তন নিয়ে মাঠে নামছে ঢাকা ডায়ানামাইটস

Avatar

শুক্রবার, ফেব্রুয়ারী ১, ২০১৯

প্রিন্ট করুন

চিটাগাং ভাইকিংসের কাছে গত ম্যাচে ১১ রানে পরাজিত হওয়ার পর প্লে অফে যাওয়ার সমীকরণটি কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটসের জন্য।১০ ম্যাচে পাঁচটি জয় পাওয়া ডাইনামাইটসকে শেষ চারে যেতে হলে হাতে থাকা বাকি দুই ম্যাচেই জয় পেতে হবে। যার মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে আগামীকাল। ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে নামবে সাকিবদের দল।

ডাইনামাইটসদের ঠিক আগের অবস্থানে ১২ ম্যাচে ৬ জয় নিয়ে চতুর্থতে আছে মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস। আগামীকাল জয় পেলে মিরাজদের সমান পয়েন্ট অর্জন করবে সাকিবরা। আর শেষ ম্যাচে পরাজিত হলে সেক্ষেত্রে রান রেটের বিচারে যারা এগিয়ে থাকবে তারা শীর্ষ চারে জায়গা করে নিবে।

তবে আগামীকাল কুমিল্লার বিপক্ষে ম্যাচটি যে মোটেই সহজ হবে না ঢাকার জন্য তা বলাই বাহুল্য। কেননা চিটাগাং ভাইকিংসকে গত ম্যাচে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে উঠে এসেছে তামিম, ইমরুলদের দলটি।

পূর্ণ আত্মবিশ্বাসী থেকেই আগামীকাল মাঠে নামার সুযোগ পাচ্ছে তারা। অপরদিকে ভাইকিংসদের কাছে হেরে অনেকটা কোণঠাসা অবস্থায় থেকে খেলবে ঢাকা ডাইনামাইটস।

নজর থাকবে যাদের ওপরঃ

তামিম ইকবাল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)-

ভাইকিংসদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে ৫৪ রানের অপরাজিত একটি ইনিংস খেলেছিলেন কুমিল্লা ওপেনার তামিম ইকবাল। তাঁর ইনিংসটির সুবাদে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিলো কুমিল্লা।

গত ১৮ই জানুয়ারি খুলনা টাইটান্সের বিপক্ষেও হেসেছিলো তামিমের ব্যাট। খেলেছিলেন ৪২ বলে ৭৩ রানের ঝড়ো একটি ইনিংস। সুতরাং আগামীকালও তামিমের রান পাওয়ার অপেক্ষায় থাকবে ভিক্টোরিয়ান্সরা।

সাকিব আল হাসান (ঢাকা ডাইনামাইটস)- বর্তমানে ব্যাট এবং বল হাতে দারুণ ফর্মে আছেন ডাইনামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। ভাইকিংসদের বিপক্ষে গত ম্যাচে ৪২ বলে ৫৩ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন তিনি। দলকে জিতিয়ে আসতে না পারলেও নিজের সামর্থ্যের জানান ঠিকই দিয়েছেন সাকিব।

সিলেট সিক্সার্সের বিপক্ষে গত ১৮ই জানুয়ারির ম্যাচটিতেও ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন টাইগার এই ক্রিকেটার। বল হাতেও দারুণ সফল সাকিব। এখন পর্যন্ত ১০ ম্যাচে ১৭ উইকেট শিকার করেছেন তিনি এবারের আসরে। আগামীকাল তাই সাকিবের অলরাউন্ড পারফর্মেন্সই দেখতে চাইবে ঢাকার সমর্থকেরা।

ঢাকা ডায়নামাইটস স্কোয়াডঃ-

সুনিল নারিন, হজরতউল্লাহ জাজাই, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), ডারউইচ রাসুলি, আন্দ্রে রাসেল, মোহাম্মদ নাইম, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, মোহর শেখ, রুবেল হোসেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন