বিপিএলে চিটাগং ভাইকিংস কে সুপার রাউন্ডে নেওয়ার অন্যতম কারিগর ছিলেন রবি ফ্রাইলিঙ্ক। চিটাগাং ভাইকিংস হয়ে সেরা গুরুত্বপূর্ণ অল রাউন্ডার ছিলেন তিনি। তারি কল্যাণে একাধিক ম্যাচে জয়লাভ করেছে চিটাগাং ভাইকিংস। চোটের কারণে ভাইকিংসের শেষ চারটি ম্যাচ খেলতে পারেননি রবি ফ্রাইলিঙ্ক।
তিনটিতেই হেরেছে মুশফিকুর রহিমের দল। তারে বিকল্প হিসাবে সুপার ফোর রাউন্ড এর জন্য নতুন আরেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার কে উঠিয়ে এনেছে চিটাগাং ভাইকিংস। দক্ষিণ আফ্রিকার পেসার হার্ডাস ভিয়ুনকে দলে নিল চিটাগং ভাইকিংস। সংযুক্ত আরব আমিরশাহির টি-টেন লিগে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিল হার্ডাস।
প্রোটিয়া ফাস্ট বোলারের গতিতে ধরাশায়ী হয়েছিলেন ১৮ জন ব্যাটসম্যান। বিপিএলে তাই চমক দেখাতে পারেন হার্ডাস। ফ্রাইলিঙ্কের মতই ব্যাট চালাতে পারেন তার স্বদেশি ভিয়ুন। টি-টোয়েন্টিতে বোলিং রেকর্ডটাও বেশ ভালো ২৯ বছর বয়সী এই পেসারের। এখন পর্যন্ত ৮৭ ম্যাচে নিয়েছেন ৯৮ উইকেট। ইনিংসে পাঁচ উইকেটে আছে একবার।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন