একটি সময় ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ছিল স্পিন বোলিং নির্ভর একটি দল। মোহাম্মদ রফিক আব্দুর রাজ্জাক সাকিব আল হাসানের রেকর্ড তাই বলে। কিন্তু বর্তমানে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক বিশ্বমানের মনে করেন পাকিস্তানের সাবেক ফাস্ট বলার এবং সিলেট সিক্সার্সের প্রধান কোচ কিংবদন্তি ওয়াকার ইউনুস।
বাংলাদেশের ফাস্ট বোলিং অ্যাটাক এখন যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্ক। টাইগার পেসারদের এমনটাই প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তী ফাস্ট বোলার ওয়াকার ইউনুস। ফরম্যাট ওয়ানডে বলেই ওয়াকারের বিশ্বাস, আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দারুণ কিছু করে দেখাবে।
ওয়াকার ইউনুস বলেন, তোমাদের পেস বোলাররা দুর্দান্ত। বিশেষ করে মুস্তাফিজ-তাসকিনদের মতো কার্যকরি আর ভবিষ্যতের সম্পদ হয়ে উঠার মতো বোলার আছে। এছাড়াও, অভিজ্ঞরাও দারুণ সব মিলে বাংলাদেশের পেস অ্যাটাক আমার দৃষ্টিতে বিশ্ব মানের।
১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরে অপ্রতিরোধ্য পাকিস্তান মাটিতে নেমেছিলও। সেটিই ছিলো ওয়াকারের প্রথম বাংলাদেশ দর্শনেই তিক্ত অভিজ্ঞতা। তবে, ২০ বছর পর এখন তার দৃষ্টিতে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দারুণ সম্ভাব্যময়ী এক দল।
তিনি আরও বলেন, বিশ্বকাপের মঞ্চে কাউকে ঠিক ফেভারিট বললো না। তবে, বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে পরিণত দল। বিশ্বকাপেও এই পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকলে এবারের বিশ্বকাপে ইতিবাচক সাফল্য পাবে বাংলাদেশ।
আগামী মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সেই সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। আর কিউইদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে এরই মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাঈম হাসান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন