শিরোনাম

প্রচ্ছদ /   বিপিএল থেকে বাদ পরে কান্নামুখে যা বললেন আশরাফুল

বিপিএল থেকে বাদ পরে কান্নামুখে যা বললেন আশরাফুল

Avatar

বৃহস্পতিবার, জানুয়ারী ২৪, ২০১৯

প্রিন্ট করুন

দীর্ঘ পাঁচ বছর পর বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। চিটাগাং দলের হয়ে প্রথম দুই ম্যাচে একাদশে ছিলেন সাবেক এই টপ অর্ডার ব্যাটসম্যান। তবে দুই ম্যাচে ভক্তদের হতাশ করেছেন মোহাম্মদ আশরাফুল। প্রথম ম্যাচে করেছিলেন ৩ দ্বিতীয় ম্যাচে করেছিলেন ২২ রান। এরপর দল থেকে বাদ পড়েছেন তিনি।

তবে দল থেকে বাদ পড়া কে নিজেদের ভাগ্যকে দুষলেন মোহাম্মদ আশরাফুল। আজ সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি একটু দুর্ভাগা তো বটেই। পাঁচ বছর পর এখানে এসেছিলাম, এটা একটা বড় প্লাটফর্ম। আমার জন্য একটু দুর্ভাগ্যই আমি মনে করি, দ্বিতীয় ম্যাচ পরেই দলের কম্বিনেশনের জন্য আমি আর খেলতে পারছি না।’

তিনি আরো বলেন, ‘প্রতিযোগিতা তো সবসময়ই ছিল। আগেও ছিল এখনও। ঘরোয়া ক্রিকেটে আমরা প্রায় ১৮০ জন ক্রিকেটার খেলি। আর বিপিএলে আমাদের প্রতি দলে নেয় ১২ জন করে। আর খেলার সুযোগ পায় ৭ জন করে। এখানে সুযোগ আসলে যারা নিয়মিত খেলে তাদেরই বেশি থাকে। তারপরও অপেক্ষা করছি, যদি একটা সুযোগ পাই। ব্যাটিং খারাপ হচ্ছে না। কারণ শেষ যে ম্যাচে খেলেছি ব্যাটিং খারাপ হয়নি, কিন্তু পরিস্থিতির কারণে এখন খেলতে পারছি না।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন