শিরোনাম

প্রচ্ছদ /   শিডিউল না থাকলে বিপিএলে আসছিঃ ওয়ার্নার

শিডিউল না থাকলে বিপিএলে আসছিঃ ওয়ার্নার

Avatar

মঙ্গলবার, জানুয়ারী ২২, ২০১৯

প্রিন্ট করুন

বিপিএলের ষষ্ঠ আসরে প্রথমবারের মতো খেলতে এসেই এই টুর্নামেন্টে খেলা মনে ধরেছে অস্ট্রেলিয়ান সাবেক সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারের। বিপিএলে খেলার জন্য আগ্রহী ছিলেন তিনি এবং সামনেও এখানে খেলতে আগ্রহর কমতি থাকবেন না তাঁর। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সময়সূচীর উপর নির্ভর করবে ওয়ার্নারের বিপিএল খেলা।

বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে এক বছরের নির্বাসনে আছেন অজি এই তারকা। তাই বিপিএলে খেলার সুযোগ পেয়ে দুই হাতে লুফে নিয়েছেন সেই সুযোগ। সিলেট সিক্সার্সের হয়ে খেলেছেন সাতটি ম্যাচ, করেছেন অধিনায়কত্ব। কিন্তু কনুইয়ের ইনজুরি তাঁকে টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলতে দেয়নি, দেশে ফিরে যেতে হয়েছে তাঁকে।

আগামী মার্চে নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন ওয়ার্নার। জাতীয় দলে খেলার সুযোগ হলে সেখানেই খেলবেন তিনি। পাশাপাশি সময়সূচীতে কোন সমস্যা না হলে আগামীতেও বিপিএল খেলার ইচ্ছা পোষণ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

‘এটা নির্ভর করছে আন্তর্জাতিক ক্রিকেটের সময়সূচির উপর, যদি আমি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত না থাকি। আমি যদি বিপিএল খেলতে আগ্রহী না থাকতাম তাহলে এখানে খেলতে আসতাম না,’ ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন ডেভিড ওয়ার্নার।

এবারের বিপিএলে সিলেটের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ওয়ার্নার। দলের প্রয়োজনে খেলেছেন নিজের সহজাত খেলা।সাত ম্যাচ খেলা এই বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে তিনটি অর্ধশতক ছাড়ানো ইনিংস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন