২০১৮ সালের বর্ষসেরা একাদশ তৈরি করেছে অনেকেই। ক্রিকেটের জনপ্রিয় সাইটগুলো থেকে শুরু করে অনেক ক্রিকেট বিশ্লেষক তাদের ২০১৮ সালের সেরা একাদশ তৈরি করেছিল আগেই।
এবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের ২০১৮ সালের বর্ষসেরা একাদশ নির্বাচন করেছে যেখানে রয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।
আইসিসির একাদশে ভারত একে জায়গা পেয়েছে ৪ জন। ভারতের সমান ৪ জন একাদশে আছে ইংল্যান্ড থেকে। নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আছে একজন করে। এছাড়া আর কোন দলের কোন তারকাই জায়গা পায়নি এই একাদশে।
আইসিসির বর্ষসেরা একাদশ: ভিরাট কোহলি, জনি বেয়ারস্টো, রোহিত শর্মা, জো রুট, জস বাটলার, বেন স্টোকস, মুস্তাফিজ, রশিদ খান, কুলদিপ যাদব, জসপ্রিত বোমরাহ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন