শিরোনাম

প্রচ্ছদ /   ইকোনমিক রেটে এবারের বিপিএলে সেরা বলার যিনি

ইকোনমিক রেটে এবারের বিপিএলে সেরা বলার যিনি

Avatar

সোমবার, জানুয়ারী ২১, ২০১৯

প্রিন্ট করুন

বিপিএলে যেন মুস্তাফিজের বল দেখতেই পাচ্ছে না আর কোনো ব্যাটসম্যান। বিশেষ করে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বিপক্ষে ১৭ তম ওভারে মুস্তাফিজের করা সবকটি বল বেটে লাগাতে ব্যর্থ হয়েছে শহীদ আফ্রীদি। আর ওই ওভারের ম্যাচ এর মোড় ঘুরিয়ে দেন মুস্তাফিজ।

বিপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজশাহী কিংস। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

রাজশাহীর জয়ের নায়ক লরি ইভান্স। এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। মাত্র ৬২ বলে অপরাজিত ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ইংলিশ ব্যাটসম্যান। শুরুতেই ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে রায়ান টেন ডেসকাটের সঙ্গে ইভান্সের অবিচ্ছিন্ন ১৪৮ রানের জুটি রাজশাহীকে এনে দেয় ১৭৬ রানের পুঁজি।

পরে মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বীদের দুর্দান্ত বোলিংয়ে উড়ে গেছে কুমিল্লা। ১০ বল বাকি থাকতে ১৩৮ রানেই গুটিয়ে যায় তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা। ১০ রানে ৪ উইকেট নিয়েছেন রাব্বী, মুস্তাফিজ একটি উইকেট পেলেও বোলিং করেছেন নিয়ন্ত্রিত।

এবারের আসরে ৭ ম্যাচে ২৭ ওভার বোলিং করে ১৩৪ রান দিয়েছেন মুস্তাফিজ। ৬ উইকেটসহ এবারের আসরের মুস্তাফিজের ইকোনমিক রেট ৪.৯৬। আজ ৩.২ ওভার বোলিং করে ১ উইকেটসহ রান দিয়েছেন মাত্র ৮।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন