বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শনিবারের সন্ধ্যার ম্যাচে সিলেট সিক্সার্সকে ৩২ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। মৌসুমে এটা ঢাকার টানা চতুর্থ জয়।সিক্সার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৩ রান করেছে ঢাকা ডায়নামাইটস। জবাবে বিশ ওভারে নয় উইকেটে ১৪১ রানেই থেমেছে সিলেটের ইনিংস।
১৭৪ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই সাকিব আল হাসানের শিকার হয়ে ফিরেছেন সিক্সার্স দলপতি ডেভিড ওয়ার্নার (৭)। কাইরন পোলার্ডকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। দ্বিতীয় ওভারে শুভাগত হোমের শিকার হয়ে ফিরেছেন আফিফ হোসেন (৪)। তিনিও ক্যাচ তুলে দিয়েছেন পোলার্ডকে।
এরপরে সুনিল নারিনের বলে ডিপ মিড উইকেটে শুভাগতকে ক্যাচ দিয়ে ফিরেন লিটন কুমার দাস (৯)। পঞ্চম ওভারে লং অনে ক্যাচ তুলে দেন নাসির হোসেন (১)। সাকিবের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। পাওয়ার প্লে’তে চার উইকেটে ৩৭ রান আসে সিলেটের।
পাওয়ার প্লে’র পর সপ্তম ওভারের প্রথম বলেই রুবেল হোসেনের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে ফিরেন সাব্বির রহমান (১২)।টপ অর্ডারের বিদায়ের দিনে ব্যর্থ হয়েছেন সিলেটের স্পিন অলরাউন্ডার অলক কাপালিও (২)। রুবেলের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে বিদায় নেন তিনি।এরপরে উইকেটে থিতু হওয়ার চেষ্টায় থাকা সোহেল তানভীরকে (৭) ফিরিয়েছেন আলিস ইসলাম।
ব্যাটসম্যানদের আসা যাওয়ার ভিড়ে একপ্রান্ত আগলে রেখেছিলেন নিকোলাস পুরান। মারকুটে এই ক্যারিবিয়ান চলমান বিপিএল মৌসুমে নিজের সর্বোচ্চ ৭২ রান করে ফিরেছেন।
৪৭ বল খেলে একটি চার ও নয়টি ছক্কায় ৭২ রান করে রুবেল হোসেনের তৃতীয় শিকার হয়ে বিদায় নেন তিনি। শেষদিকে তাসকিন আহমেদ করেছেন ১৮* রান।
এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার দলপতি সাকিব। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। তারা দলীয় ৪ রানে ওপেনার হযরতুল্লাহ জাজাইয়ের উইকেট হারিয়েছে। তিনি ৪ রান করে সোহেল তানভীরের শিকার হয়েছেন।
দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে ঢাকার রান বাড়াতে থাকেন নারিন ও রনি তালুকাদার। এই দুজনের ব্যাটে মাত্র ৫.৫ ওভারে দলীয় অর্ধশতক পূরণ হয় ঢাকার। এই দুজনে ৬৭ রানের জুটি গড়েন। নারিন ২১ বলে ২৫ রান করে অলক কাপালীর বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন আফিফ হোসেনের হাতে।
রনি তালুকদার দেখে শুনে খেলে মাত্র ৩১ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন। তিনি মাত্র ৩৪ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলে আফিফ হোসেনের বলে নিকোলাস পুরানের হাতে সীমানার কাছে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
আর ঢাকা ডায়নামাইটস দলপতি সাকিব মাত্র ১৭ বলে ২৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন আল-আমিন হোসেনের বলে। টপ এজ হয়ে তিনি ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষক লিটন দাসের হাতে।
এরপর ঢাকার ইনিংসের ১৫তম ওভারে বোলিং করতে সে তাসকিন আহমেদ। সেই ওভারে এসে ঢাকার শক্তিশালী ব্যাটিং অর্ডার গুড়িয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। একে একে সাজঘরে ফিরিয়েছেন আন্দ্রে রাসেল (৫), কাইরন পোলার্ড (৩) ও শুভাগত হোমকে (০)।
অষ্টম উইকেটে ৪৮ রানের জুটি গড়ে ঢাকাকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন নুরুল হাসান সোহান ও নাঈম শেষ। নাইম ২৫ ও সোহান ১৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।
সিলেট সিক্সার্স একাদশঃ- লিটন দাস (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, আলক কাপালী, সোহেল তানভীর, সন্দীপ লামিচানে, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন