বিপিএলের ইতিহাসে প্রথম কোনো ম্যাচ গেল সুপার ওভারে। টান টান উত্তেজনা পেরিয়ে জয়ের হাসি শেষ পর্যন্ত হেসেছে চিটাগং। এর আগে খুলনার দেয়া ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে জয়ের অনেক কাছে চলে গিয়েছিল চিটাগং ভাইকিংস।
শেষ ৬ বলে তাদের দরকার ছিল ১৯ রানের। প্রথম বল মিস করেছিলেন আরিফুল। দ্বিতীয় বলে ৬ মেরে জয়ের আশা জাগান তিনি। এরপরের বলে আউট হয়ে যান। এরপর টানা দুই বলে ছয় মেরে ম্যাচ ড্র করে ফেলেন ফ্রাইলিঙ্ক।
শেষ বলে ফ্রাইলিঙ্ক রান আউট হলে ম্যাচ সুপার ওভারে গড়ায়। এর মধ্যে শেষ ওভারে ফ্রাইলিঙ্কের দ্বিতীয় ছক্কার বলটি নিয়ে প্রশ্ন রয়েছে। বলটি ছিল ফুল টস। ফ্রাইলিঙ্ক ‘নো বল’ চেক করার জন্য আম্পায়ারের কাছে আবেদন করলেও সাড়া দেননি তাতে।
সুপার ওভারেও এমন একটি বল মোকাবেলা করতে হয়েছিল চিটাগং ভাইকিংসে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ফ্রাইলিঙ্ক। তিনি জানিয়েছেন আম্পায়ারের এই সিদ্ধান্ত কিছুটা অন্যায়।
‘আমি আম্পায়ারকে বলেছিলাম অন্তত চ্যাক নিরীক্ষা করার জন্য। আম্পায়াররা বলেছিলেন এটা তাদের নিয়মের মধ্যে নেই কিন্তু কিন্তু আমি বলতে পারিনি যে এটা কিছুটা অন্যায় ছিল।
সুপার ওভারে একটি ফুলটস ডেলিভারি ছিল, সম্ভবত এটাও কাছাকাছি ছিল। কিন্তু আম্পায়াররা একই সিদ্ধান্ত নিয়েছিলেন দুই দিক থেকে এবং আম্পায়ারের সম্পর্কে আপনাকে বলতেই হবে।’
খুলনা টাইটান্স একাদশঃ পল স্টার্লিং, জুনায়েদ সিদ্দিকী, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ডেভিড মালান, নাজমুল হোসেন শান্ত, মাহীদুল ইসলাম অঙ্কন (উইকেট রক্ষক), আরিফুল হক, কার্লোস ব্রাথওয়েট, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ খান।
চিটাগাং ভাইকিংস একাদশঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, ক্যামেরন ডেলপোর্ট, রবার্ট ফাইলিঙ্ক, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন