শিরোনাম

প্রচ্ছদ /   ১ কটি ৭০ লাখের মূল্য চুকিয়েই দেশে যাবোঃ আফ্রিদি

১ কটি ৭০ লাখের মূল্য চুকিয়েই দেশে যাবোঃ আফ্রিদি

Avatar

শনিবার, জানুয়ারী ১২, ২০১৯

প্রিন্ট করুন

আমাদের জয়ের ধারায় ফিরল তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল ইনজুরির কারণে দেশে ফিরে গিয়েছেন তাদের অধিনায়ক স্টিভ স্মিথ।

গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারকে হারিয়ে দারুণভাবে জয় তুলে নিল তামিম ইকবাল দল। শুক্রবার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে কুমিল্লাকে ১২৫ রানের টার্গেট দেয় রাজশাহী। তারকা ব্যাটসম্যানদের নিয়া গড়া কুমিল্লার জন্য এটা মামুলি টার্গেটই। ৭ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ২০১৫ সালের চ্যাম্পিয়নরা। বল হাতে ১০ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন শাহিদ আফ্রিদি।

কুমিল্লার ব্যাটিং অর্ডারেও আজ দেখা যায় ভিন্নতা। ওপেন করতে নামেন বিজয় ও লুইস। নিয়মিত ওপেনার তামিম নেমেছেন দুই নম্বরে। দুই ওপেনার ব্যাট থেকেই রান পায় কুমিল্লা। ৬৫ রানে লুইসের আউটের মাধ্যমে ভাঙে ওপেনিং জুটি। লুইসের ব্যাট থেকে আসে ২৮ রান। সর্বোচ্চ ৪২ রান করেন বিজয়। ৩২ বলে ৪টি চার ও ১টি ছয়ের মারে তিনি এ রান করেন। তামিম ইকবালের ব্যাট থেকে আসে ২১ রান।

মাত্র ২ রানে কায়েসের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রানআউট হয়ে সাজঘরে ফিরে যান শোয়েব মালিক। আফ্রিদি ৯ ও ডওসন ১২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

তার আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চমক দেখান রাজশাহীর অধিনায়ক মেহেদী মিরাজ। ব্যাট হাতে তিনিই নামে ওপেন করতে। শুরুও করেছিলেন দুর্দান্ত। তার ব্যাট থেকে আসে ৩০ রান। যেটি দলের দ্বিতীয় সর্বোচ্চ। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে টেল এন্ডার ব্যাটসম্যান ইসুরু উদানার ব্যাট থেকে। মিরাজ ছাড়া টপ অর্ডার-মিডল অর্ডার ব্যাটসম্যানরা বড় রান করতে ব্যর্থ হন।

মোহাম্মদ হাফিজ ১৬ ও জাকির হোসেন করেন ২৭ রান। এ ছাড়া কেউ দেখেননি দুই অংকের মুখ। কুমিল্লার হয়ে দুর্দান্ত বল করেন শহীদ আফ্রিদি। তিনি চার ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। সমান ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন,আবু হায়দার রনি এবং ডওসন।

কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশঃ

তামিম ইকবাল, ইভিন লুইস, ইমরুল কায়েস (অধিনায়ক), শোয়েব মালিক, এনামুল হক (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, লিয়াম ডসন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন